ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দৃষ্টি কেড়েছে মরিচ

প্রকাশিত: ০৫:২৪, ৬ অক্টোবর ২০১৭

দৃষ্টি কেড়েছে মরিচ

বসনিয়ার মধ্যাঞ্চলীয় ছোট শহর কিসেলজাকে এখন চলছে শীতকালীন খাবারের উৎসব। উৎসবে বিভিন্ন রকম খাবার স্থান পেলেও সবার দৃষ্টি আকর্ষণ করেছে ‘আজভার’ নামে মরিচের একটি খাবার। বিশাল আকৃতির মরিচ কয়লায় পুড়িয়ে এর সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে খাবারটি তৈরি করা হয়। উৎসব সামনে রেখে খামারিরা এবার এ মরিচ প্রচুর পরিমাণ চাষ করেছে। -এএফপি ফায়ার ড্রাগন ফায়ার ড্রাগন উৎসব দেখার জন্য হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের টাই হংয়ে এখন পর্যটকের ভিড় জমেছে। এ উপলক্ষে ৬৭ মিটার (২২০ ফুট) লম্বা ড্রাগন সাপ ঘিরে ৩শ’ শিল্পী নৃত্য পরিবেশন করবেন। বলা হয়ে থাকে, ১৮৮০ সাল থেকে উৎসবটি চলে এসেছে। বুধবার থেকে উৎসবটি শুরু হয়েছে। উৎসবের কানফাটা আওয়াজ এড়াতে স্থানীয়রা অনেকে দূরে চলে গেছেন। -এএফপি
×