ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাসজমি বন্দোবস্তের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৭, ৫ অক্টোবর ২০১৭

খাসজমি বন্দোবস্তের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভূমিহীনদের মধ্যে খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ আলাউদ্দীন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করে। জেলা ভূমিহীন ঐক্য পরিষদের আহ্বায়ক কওসার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, আবু সাঈদ, ওহাব আলী সরদার, আবদুস সামাদ, আবদুস সাত্তার, ইউপি সদস্য শহিদুল্লাহ প্রমুখ। বক্তারা সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চারকুনি আবাদের খাসজমির জলমহলের শ্রেণী বাতিল করে ১নং খাস খতিয়াভুক্ত করার দাবি জানিয়ে সেখানে বসবাসরত ভূমিহীনদের মাঝে ওই জমি বন্দোবস্ত দেয়ার দাবি জানান। এ ছাড়া সমাবেশ থেকে সাতক্ষীরা জজ কোর্টের জিপি গাজী লুৎফর রহমানের অপসারণের দাবি জানানো হয়।
×