ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাসভেগাস হামলাকারীর আত্মহত্যা

বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ৪ অক্টোবর ২০১৭

বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ক্যাসিনোতে হামলাকারীর হোটেল কক্ষ ও বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। স্টিফেন প্যাডক নামে ওই ব্যক্তি রবিবার রাতে কনসার্টে গুলি করে ৫৯ জনকে হত্যা এবং ৫শ’র বেশি লোককে আহত করেছেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন একক বন্দুক হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও লস এ্যাঞ্জেলেস টাইমস। লাস ভেগাস পুলিশ সোমবার প্যাডকের বাসা ও হোটেলের কক্ষ থেকে এ্যাসল্ট রাইফেলসহ ১৬টি বন্দুক উদ্ধার করেছে। এছাড়া তার দুটি বাড়ির একটি থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। ৬৪ বছর বয়সী প্যাডক ৩২ তালার ওপর তার হোটেল কক্ষের জানালার কাঁচ ভেঙ্গে স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নিচে মান্ডেলি বে ক্যাসিনোর একটি কনসার্টে আসা লোকজন লক্ষ্য করে গুলি করা শুরু করেন। লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান নামের তিন দিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভালে ২২ হাজার লোক জড়ো হয়েছিল। পুলিশী অভিযানকালে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তার হোটেল কক্ষ ও বাসা থেকে অস্ত্র ও গোলাবারুদ ছাড়া লোকটির গাড়িতে এ্যামোনিয়াম নাইট্রেটের মতো রাসায়নিক পদার্থ পাওয়া যায়। তবে প্যাডকের বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মকা-ের রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে। তিনি একজন পেশাদার জুয়াড়ি ছিলেন বলে সাবেক এক প্রতিবেশী জানিয়েছেন। মাার্কিন কর্মকর্তারা বলছেন, হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস ছিল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। হামলাকারীর ভাই এরিক প্যাডক এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, তাদের কোন ধারণাই নেই কেন সে এমন কাজ করেছে। তবে তাদের ব্যাংক ডাকাত পিতা এক সময় পুলিশের শীর্ষ দশ মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ইসলামিক স্টেট বা আইএস এই ব্যক্তিকে তাদের একজন সৈন্য বলে দাবি করেছে। এর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা আছে কি-না তা খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। ট্রাম্প বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবেন। লাস ভেগাস পুলিশের শেরিফ জোসেফ লোম্বার্ডো বলেছেন, ২৮ সেপ্টেম্বর থেকে প্যাডক ওই হোটেলে অবস্থান করছিলেন। পুলিশের বিশেষ সোয়াত টিম তার হোটেল কক্ষটি ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে প্যাডেকের ছোড়া গুলি একজন সিকিউরিটি গার্ডের পায়ে লাগে। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে বিপর্যয় মোকাবেলা করবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা সাক্ষাত শয়তানের কাজ। এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিজ এটি নিয়ে কাজ শুরু করেছে এবং স্থানীয় প্রশাসনও তাদের সাহায্য করছে। এ ঘটনার পর দেয়া ভাষণে ট্রাম্প আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন বিষয়ে কোন কথা না বললেও এ বিষয়ে নিয়ন্ত্রণ আরও কঠোর করার জন্য হোয়াইট হাউসের ওপর চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। লাস ভেগাস গুলিবর্ষণে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে গত বছরের জুনে ফ্লোরিডার একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। লাস ভেগাস হামলার ঘটনায় পোপ ফ্রান্সিস, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ব্রিটেনের রানী এলিজাবেথ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখ-সমবেদনা প্রকাশ করেছেন। স্টিভেন প্যাডক ছিলেন জুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে অর্ধশতাধিক মানুষকে গুলি চালিয়ে হত্যার জন্য যাকে দায়ী করা হচ্ছে, সেই স্টিভেন প্যাডক ছিলেন একজন ধনী সাবেক এ্যাকাউন্টেন্ট। নেভাডার মেসকিটে বয়স্কদের জন্য সংরক্ষিত এলাকার এক বাড়িতে নিরিবিলি অবসর জীবন কাটাচ্ছিলেন তিনি। বিবিসি জানায়, ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। এ ঘটনার আগে ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন ছাড়া পুলিশের খাতায় তার কোন অপরাধের রেকর্ড নেই। তার এক প্রতিবেশী বলেছেন, জুয়ার নেশা ছিল প্যাডকের। আর তার আচার-আচরণ ছিল অদ্ভুত। তবে হামলাকারী প্যাডক মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে মনে করার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা। লাস ভেগাসে রবিবার মধ্যরাতে যা ঘটেছে, তাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী মাস শ্যূটিং বলা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা গতবছর জুনে ফ্লোরিডার অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলার ঘটনাকে ছাড়িয়ে গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মান্দালে বে হোটেল এ্যান্ড ক্যাসিনোর ৩২ তলার একটি কক্ষ থেকে পাশের খোলা জায়গায় রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট দেখতে জড়ো হওয়া ২২ হাজার মানুষের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো শুরু করেন প্যাডক। পুলিশ ওই কক্ষে পৌঁছানোর আগেই তিনি অস্ত্র ঘুরিয়ে নেন নিজের দিকে। ততক্ষণে তার গুলিতে নিহত হয়েছেন ৫৯ জন, আহত পাঁচ শতাধিক। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো সাংবাদিকদের জানান, প্যাডক ৩২ তলার ওই কক্ষে উঠেছিলেন গত বৃহম্পতিবার। এদিকে ইসলামিক স্টেট আইএসের পক্ষে দাবি তোলা হয়েছে, এক মাস আগে প্যাডক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশী কোনো সন্ত্রাসী দলের সঙ্গে প্যাডকের যোগাযোগের কোন প্রমাণ মেলেনি। সন্দেহভাজন ওই বন্দুকধারীর ভাই এরিক প্যাডক সাংবাদিকদের বলেছেন, তাদের বাবা ছিলেন একজন ব্যাংক ডাকাত। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল। একবার জেল পালানোর ইতিহাসও ছিল প্যাডকের বাবার।
×