ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবেম্বরে উৎপাদনে যাবে তসরিফার নতুন প্রকল্প

প্রকাশিত: ০৪:০৬, ৩ অক্টোবর ২০১৭

নবেম্বরে উৎপাদনে যাবে তসরিফার নতুন প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের ডাইং প্রকল্পটি চলতি বছরের নবেম্বর মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, তসরিফার পর্ষদ সভায় প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদনের সময় সংশোধন করা হয়েছে। এর আগে কোম্পানিটি চলতি বছরের সেপ্টেম্বরে প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি জানিয়েছে, ডায়িং প্রকল্প সম্প্রসারণের জন্য আইপিওর অর্থ সম্পূর্ণভাবে ব্যয় করেছে। তসরিফা ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে ১৪তম এজিএমের এজেন্ডা অনুযায়ী টিআইএল-বিএমআরই গ্রিন ডাইং প্রকল্পে আইপিওর অর্থ ব্যয় করেছে। জানা গেছে, এখন প্রকল্পের কিছু উৎপাদন সুবিধা ট্রায়াল অপারেশনে আছে। কোম্পানিটি কাঁচামাল আমদানির জন্য বন্ড শুল্ক, পরিবেশগত ছাড়পত্র পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে। উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর কোম্পানিটি আগামী নবেম্বরে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সঙ্গে পরবর্তী সভায় দুই মাস উৎপাদন শুরু করতে বিলম্ব হওয়ার কারণ উপস্থাপন করবে।
×