ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেইনারের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৪, ১ অক্টোবর ২০১৭

গেইনারের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার মেঘনা লাইফের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সম্প্রতি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক নাসির উদ্দিন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি
×