ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

ফেরদৌস-মীমের ইয়েতি অভিযান

প্রকাশিত: ০৬:১৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ফেরদৌস-মীমের ইয়েতি অভিযান

উনিশ আগস্ট দুই হাজার সতের। ইউটিউবে প্রকাশিত হয় ‘ইয়েতি অভিযান’-এর অফিসিয়াল ট্রেইলর। সিনেমাপ্রেমীদের কাছে এই অভিযানের প্রত্যাশা গগনস্পর্শী! সিনেমার গল্প, হারভাঙ্গা পরিশ্রম, শূটিংয়ের প্রয়োজনে টিমের দুঃসাধ্য অভিযান। সব মিলিয়ে ইয়েতির অভিযানকে করেছে বলিউডি সিনেমার যোগ্য প্রতিদ্বন্দ্বী। এমনটাই দাবি সিনেমার টিম এবং বাংলা ভাষাভাষী অনেকেরই। দুর্গাপূজা উপলক্ষে ‘ইয়েতি অভিযান’ মুক্তি পেয়েছে, চলতি সপ্তাহে। সমস্ত পশ্চিম বাংলাসহ ভারতের একাধিক রাজ্যেও চলছে এই সিনেমা । প্রখ্যাত কথাসাহিত্যক সুনীল গঙ্গোপাধ্যায়ের রোমাঞ্চকর থ্রিলার সিরিজ কাকাবাবুর তৃতীয় উপন্যাস ‘পাহাড় চূড়ায় আতঙ্ক’ পর্দায় এর নাম ‘ইয়েতি অভিযান’। নাম কর্তা সৃজিত মুখার্জি। ছোটবেলা থেকে যারা সত্যজিৎ রায়ের ফেলুদা কিংবা কাকাবাবু পড়ে শৈশব মাতিয়েছেন বিভিন্ন রোমাঞ্চকর গল্পের ভেতর দিয়ে। তাদের জন্য পর্দায় ফেলুদা বা কাকাবাবুকে দেখানো সত্যই কষ্টসাধ্য। একটু হেরফের হলেই বিপদ! পাঠকরা কিন্তু ছেড়ে দেবেন না। কারণ তাদের ফেলে আসা স্বপ্নময় স্মৃতির মণিমালার বিচ্ছুরণ তারা কখনই চাইবে না । অর্থাৎ যা তারা পড়েছে তার যথাযথ অবেশ থাকা চাই। না হলে কিন্তু বিপত্তি! এদিক থেকে ফেলুদা নির্ভয়ের। এর কারণে ¯্র্রষ্টা নিজেই তার সৃষ্ট চরিত্রদের চিত্রায়ণ করেছেন। সে বিবেচনায় কাকাবাবু চ্যলেঞ্জিং। অবশ্য বছরচারেক আগেই সৃজিত ওই চ্যালেঞ্জে জিতেছেন। মিসর রহস্য। ছিল তার প্রথম কিস্তি। মিসর রহস্যেও সোনালি সাফল্যের পর ঘোষণা দেন খুব তাড়াতাড়ি আসছে দ্বিতীয় কিস্তি। কিন্তু এর মধ্যে দিল্লীতে এক গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হন। যে কারণে তার কাকাবাবু সিরিজ থেকে শুরু করে সব কাজেই লম্বা বিরতি ঘটে। সুস্থ হয়ে আবারও অবিরত কাজে মগ্ন হয়ে এবারের পূজায় হাজির হয়েছেন ‘ইয়েতি অভিযান’ নিয়ে। পরিচালক সৃজিত মুখার্জিও যোগ্যতা কিংবা মেধা নিয়ে নতুন করে কিছু বলার দরকার পরে না। যা বলার বা প্রমাণ করার তা তিনি আগেই করেছেন। নতুন করে কিছু যদি বলতে হয় তাহলে প্রথমেই আসবে এই সিনেমার গল্পের মতোই পুরো টিমের বাস্তব এ্যাডভেঞ্চার। বিপদ সঙ্কুল পাহাড়ে এক রকম মৃত্যু উপত্যকায় দিনের পর দিন প্রাণ হতে করে সিনেমার কাজ শেষ করেছেন। এক সাক্ষাতকারে সৃজিত বলেন, প্রথমে আমাদের প্ল্যান ছিল, কাকাবাবু প্লট অনুযায়ী হিমালয় পর্বতশৃঙ্গের বোস্ট ক্যাম্পে শূট করার। কিন্তু নিরাপত্তার কারণে আমরা সে অনুমতি পায়নি। পরবর্তীতে সুইজারল্যান্ড, নেপালে এবং ভারতে ইয়েতি অভিযান শেষ করি। গল্পের খাতিরে আর্টিস্টদের একেবারে খাদের কিনারে নিয়ে গিয়ে শট টেক করতে হয়েছে। আমাদের শূটিং ক্যাম্প ছিল অনেক উঁচুতে যে কারণে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে সিনেমায় ব্যবহিত দরকারি যন্ত্রপাতি এসবের কোনটাই আমরা ঠিকঠাক করতে পারিনি। একাধিক বড় বড় ঝড়ের কবলে আমাদের পড়তে হয়েছে। সিনেমার ট্রেইলর যখন ইন্টারনেটে প্রকাশ পায়, দর্শক দেখন- পর্দাজুড়ে কেবল বরফ আর বরফ তার মধ্যে সাসপেনশন, রোমাঞ্চকতা আর হিমধরানো ট্রেইলর দেখে দর্শকদের মনের ভেতর উষ্ণতার বাষ্প ছিড়িয়ে পড়ার পর ওই ছিল ইয়েতির প্রথম অভিযানে। বাকিটা এখন সপরিবারে পূজার আন্দের সঙ্গে সকলে উপভোগ করছেন। এই সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি যেমনই দর্শকদের মাথা খাওয়া লোক তেমনে কাকাবাবু চরিত্র করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। অবশ্য দশকদের পাগল করার দিক থেকে প্রসেনজিৎ খুবই সিনিয়র এবং রোমাঞ্চকর। নিকট ও দূরের অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি তার এই কারিশমা দেখিয়ে আসছেন। এই সিরিজিরে প্রথমটা অর্থাৎ ‘মিসর রহস্য’ এ তিনি দেখিয়েছেন থ্রিলাব বা সাসপেশন অভিনয় কাকে বলে। এবারো কাকাবাবু সঙ্গে সন্তুর (আরিয়ান ভৌমিক) অভিনয় দশে দশ পাবার মতো। অন্যদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ ও বিদ্যা সিনহা মীম আছেন ইয়েতি অভিযানে। অবশ্য তাদের করা চরিত্র ট্রেইলরে দেখানের মতোই স্বল্প। ট্রেইলরে কয়েক নন সেকেন্ডের জন্য ফেরদৌসের দেখা মিললেও মীমের কোন অবয়ব নেই! তার পরও তারা এই সিনেমার অভিনয় শিল্প। তাদের পরিচলক সৃজিত মুখার্জি সহশিল্পীর প্রসেনজিৎ। ইয়েতি অভিযান নিয়ে মীম এক সাক্ষাতকারে বলেন, আমার করা চরিত্রটি বেশ ভাল এবং প্রভাবশালী। ঢাকায় ফেরদৌস-মীমের ভক্তরা এক রকম ক্ষোভ প্রকাশ করেছিলেন। অভিযোগ কেন ট্রেইলরে তাদের রাখা হলো না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে বেশ। ইয়েতির অভিযান এখন কলকাতার হলে হলে চলছে। দর্শকরা ও দেখছেন সৃজিত, প্রসেনজিৎ. আরিয়ান, ফেরদৌস এবং মীমের হার ভাঙ্গাশ্রমের অভিযান। ভাল-মন্দের বিচার আরও কয়েকটা দিন পরে।
×