ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, গ্যারেথ ব্যারির সর্বোচ্চ ম্যাচ খেলার অনন্য রেকর্ড, আর্সেনাল ;###;২-০ ওয়েস্টব্রুমউইচ

লাকাজেটের জোড়ায় আর্সেনালের আয়েশি জয়

প্রকাশিত: ০৫:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

লাকাজেটের জোড়ায় আর্সেনালের আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আলেকজান্ড্রে লাকাজেটের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে আর্সেনাল। সোমবার রাতে লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ২-০ গোলে হারিয়েছে ওয়েস্টব্রুমউইচকে। আর্সেনালের হয়ে দু’টি গোলই করেন ফরাসী ফরোয়ার্ড লাকাজেট। এই ম্যাচে গৌরবময় রেকর্ড গড়েছেন ওয়েস্টব্রুমউইচের গ্যারেথ ব্যারি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি গড়েছেন ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের শুরুটা ভাল হয়নি আর্সেনালের। তবে ঘরের মাঠে ঠিকই দারুণ ছন্দে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। ওয়েস্টব্রুমের বিরুদ্ধে জয়ের পর এই নিয়ে ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে লীগের তিনটি ম্যাচেই জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে লিড নেয় তারা। এ্যালেক্সিস সানচেজের ফ্রিকিক ওয়েস্টব্রুম গোলরক্ষক বেন ফস্টার লাফিয়ে ফিরিয়ে দিলে ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোলমুখ থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড লাকাজেট। অবশ্য এর আগেই এগিয়ে যেতে পারতো ওয়েস্টব্রুম। সপ্তম মিনিটে আর্সেনালের বক্সের মধ্যে রড্রিগেজকে বাজে ট্যাকলে ফেলে দেন শুদরান মোস্তাফি। সফরকারীরা পেনাল্টির দাবি তুললেও রেফারি তাতে কর্ণপাত করেননি। বিরতির পর আর্সেনালের জয় নিশ্চিত করেন সেই লাকাজেট। ডি বক্সের মধ্যে এ্যারন রামসেকে ফেলে দেন এ্যালান। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লাকাজেট। লিঁও থেকে আর্সেনালে যোগ দেয়ার পর ইংলিশ লীগে গানার্সদের হয়ে এটি এই ফরাসী তারকার চতুর্থ গোল। এই জয়ের পরও ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আর্সেনাল। ৮ পয়েন্ট নিয়ে ওয়েস্টব্রুমের অবস্থান ১২ নম্বরে। ১৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে এবং সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে। রেকর্ড গড়াটা সময়ের ব্যাপারই ছিল গ্যারেথ ব্যারির। অপেক্ষাও তাই বেশি করতে হয়নি। আর্সেনালের বিরুদ্ধে ওয়েস্টব্রুমের হয়ে মাঠে নেমেই ইতিহাস গড়েন তিনি। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি তারকা রায়ান গিগসকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েন ব্যারি। ইংলিশ লীগে রেকর্ড সর্বোচ্চ ৬৩২ ম্যাচ খেলে এতদিন চূড়ায় ছিলেন গিগস। গত সপ্তাহে ওয়েস্টহ্যামের বিরুদ্ধে মাঠে নেমে গিগসকে স্পর্শ করেন ব্যারি। পরশু রাতে ৬৩৩ নম্বর ম্যাচে মাঠে নেমে শীর্ষে জায়গা করে নেন এই ইংলিশ তারকা। ১৯৯৮ সালে এ্যাস্টন ভিলার জার্সিতে প্রিমিয়ার লীগে অভিষেক ঘটে ব্যারির। ওয়েস্টব্রুমের আগে ম্যানচেস্টার সিটি ও এভারটনের হয়েও মাঠ মাতান তিনি। মাইলফলকের ম্যাচে অবশ্য তার দল হেরে গেছে। তবে গিগসকে ছাড়িয়ে রেকর্ড গড়ার দিনটি নিশ্চয়ই মনে রাখবেন ব্যারি। ওয়েস্টব্রুম কোচ টোনি পুলিস যে স্মরণীয় ম্যাচটিতে ব্যারির হাতে অধিনায়কত্বের বাহুবন্ধনী পরিয়ে দেন। ১৯৯৮ সালের মে মাসে বদলি খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার পর এ্যাস্টন ভিলার জার্সিতে ৩৬৫টি ম্যাচ খেলেন ব্যারি। ম্যানচেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের শীর্ষ লীগে তিনি খেলেন ১৩২ ম্যাচ। এভারটনের হয়ে প্রিমিয়ার লীগে ১৩১টি ম্যাচ খেলার পর নতুন মৌসুম শুরুর আগে ওয়েস্টব্রুমে যোগ দেন ব্যারি। ওয়েস্টব্রুমের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ২০১২ সালে প্রিমিয়ার লীগের শিরোপা জেতা ব্যারি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ইপিএলে টানা ২০৭টি ম্যাচ খেলেন ব্যারি। গৌরবময় মাইলফলকের পর ব্যারি বলেন, এই সপ্তাহটা অন্য রকম ছিল, অনেক মিডিয়া আকর্ষণ। এই অর্জনটাকে পেছনে রেখে যেতে পারলেই ভাল লাগবে। ম্যাচটা জিততে পারলে ভাল হতো, তবে এই ম্যাচ থেকে আমরা শিখে নিয়েছি। ব্যারিকে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। তিনি বলেন, ক্লাবের হয়ে তোমাকে শিরোপা জিততে দেখা, ইংল্যান্ডের হয়ে ৫০-এর বেশি ম্যাচ খেলতে দেখা সম্মানের ব্যাপার। অভিনন্দন, এটা উপভোগ কর। আরও অনেক ম্যাচ খেলার বাকি আছে।
×