ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ০০:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রায়পুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে পরিবারিক কলহের জের ধরে গৃহবধূ শাহিদা আক্তারকে (৩০) শ্বাসরোধে হত্যার করার অভিযোগ উঠেছে। উপজেলার চরলক্ষ্মী গ্রামে রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পালানোর চেষ্টা করলে পুলিশ শাহিদার স্বামী আনোয়ার হোসেনকে আটক করে। নিহত শাহিদা চরলক্ষী গ্রামের মৃত ছাত্তার হাওলাদারের মেয়ে এবং স্বামী আনোয়ার বরিশানের হিজলার চরকিল্লা গ্রামের কালু খলিফার ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় ৮ বছর আগে আনোয়ার ও শাহিদার পারিবারিকভাবে বিয়ে হয়। এর কয়েক মাস পর আনোয়ার শাহিদাকে নিয়ে শ্বশুর এসে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছে। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। পরিবারারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাধানুবাদ হয়। এর জের ধরে আনোয়ার ক্ষিপ্ত হয়ে শ্বশুর ঘরেই শাহিদাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে বলে পরিবারের অভিযোগ। পরে পালানোর চেষ্টা করলে পুলিশ শাহিদার স্বামীকে আটক করে। এ ব্যাপারে হাজীমারা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×