ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই ব্যক্তি আটক

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই ব্যক্তি আটক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর ॥ মধুপুরে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে তাকে আটক করা হয়। জানা যায়, শনিবার সন্ধ্যার সময় মধুপুর উপজেলার হাসনই গ্রামে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেলে এলাকার লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই যুবক অস্পষ্ট ভাষায় ও ইশারায় কিছু বুঝাতে চেষ্টা করেন। এতে স্থানীয়রা তাকে রোহিঙ্গা সন্দেহ হলে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আপাতত ওই যুবককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের ভেতর রোহিঙ্গা সন্দেহে একব্যক্তির সন্ধান পাওয়া গেছে। ব্যক্তির নাম ললিত মিয়া (৩২)। তার পিতার নাম তেরিন মিয়া, মাতার নাম তোরণ বেগম, স্ত্রীর নাম ঝর্ণা বেগম। শনিবার সন্ধ্যা সাতটার দিকে মির্জাপুর, ধামরাই, নাগরপুর থানার সীমান্ত বারিন্দা বাজারে স্থানীয়রা ওই ব্যক্তির সন্ধান পায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে রাত ৯টায় মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
×