ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে ভাল খেলে হেরে গেলেও এখনও মূলপর্বে নাম লেখানোর সুযোগ আছে। সে লক্ষ্যেই আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে দোহারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক কাতারের। গ্রুপ ‘ই’তে শুরুতে ছিল চার দল। কিন্তু সূচী হয়ে যাবার পর প্রথম ম্যাচের দিন সংযুক্ত আরব আমিরাত নাম প্রত্যাহার করে নেয়। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ৬-১ গোলে হারায় ইয়েমেন। তাতে সুবিধা পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় ০-২ গোলে। পয়েন্ট শূন্য হলেও তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। কারণটা গোল গড়। বাছাইপর্ব থেকে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন এবং ৫ সেরা রানার্সআপ খেলবে মূল পর্বে। আর তাই চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা রানার্সআপ দলগুলোর একটি হয়ে মূলপর্বে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। এজন্য তাদের অবশ্য কাতারের বিপক্ষে অবশ্যই হারা চলবে না। বাংলাদেশ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেন, ‘ইয়েমেনের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটা হেরে গেছি। আমাদের ছেলেরা সমানতালে লড়াই করেছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক কাতার। ছেলেরা পরবর্তী রাউন্ডে যাবার লক্ষ্যে নিজেদের সেরাটা এবং সর্বোচ্চটা দিয়েই ম্যাচটা খেলবে।’ বাংলাদেশ দলের অধিনায়ক ইয়াসিন আরাফাতের অভিমত, ‘আমরা ইয়েমেনের বিপক্ষে ভাল ম্যাচ খেলেছি, কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি। তাই কিছু ছোটখাটো ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের পরের ম্যাচ কাতারের বিপক্ষে। দলের সবাই তৈরি আছে ম্যাচটা জিততে। কেননা আমাদের লক্ষ্য ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করা। আর সেজন্য আমরা শতভাগ দেয়ার চেষ্টা করব। দলের সবাই আত্মবিশ্বাসী এ বিষয়ে। সবার কাছে দোয়া চাইছি আমরা যেন বাংলাদেশের জন্য একটা ভালো ফল করতে পারি।’
×