ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চায় বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চায় বিএনপি ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৩ সেপ্টেম্বর ॥ সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চায় বিএনপি। মন্ত্রী শনিবার বিকেলে উপজেলার চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ^ নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। শুধু পছন্দ হয় নালিশ পার্টি বিএনপির কাছে। জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেছেন। পরে মন্ত্রী সুবর্ণচর উপজেলায় একটি পৌরসভা বাস্তবায়ন হবে বলে আশ^াস দেন। তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে বাঁচাতে হলে আরেকবার নৌকায় ভোট দিতে হবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি সরকার বহির্বিশে^ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে ছিলেন যা একটা দেশের জন্য কলঙ্কজনক। আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতেই হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম এমপি, নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, মাহজাবীন মোর্শেদ এমপি, মোরশেদ আলম এমপি, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ জাফর উল্যাহ, নোয়খালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম প্রমুখ। জনসভায় নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেব ও চর জব্বর ডিগ্রী কলেজ জাতীয়করণ করার ও সুবর্ণচরে একটি ইপিজেড এবং স্টেডিয়াম করার আশ^াস দেন। এর আগে মন্ত্রী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে অসুস্থ ও অসহায় ব্যক্তি এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় মন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান সঙ্কট নিয়ে নানামুখী অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কোন ধরনের উস্কানিতে সরকার প্ররোচিত হবে না বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বিশ্ব মিডিয়া এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটি দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শুনেননি বা বোঝার ক্ষমতা তাদের নেই। মন্ত্রী ওই দলকে উদ্দেশ্য করে বলেন, তাদের হাতে মূলত কোন ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এ অপতৎপরতা সফল হবে না। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কট খুবই বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করছেন। আমরা তার নেতৃত্বে সতর্কতার সহিত পদক্ষেপ নিচ্ছি। রোহিঙ্গা সঙ্কট আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তাই এ মুহূর্তে বিরোধীদের পাগলা প্রলাপে বিভ্রান্ত হওয়া যাবে না। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ।
×