ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে পাক প্রধানমন্ত্রী

আফগান যুদ্ধে বলির পাঁঠা হতে চাই না

প্রকাশিত: ০৪:১৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

আফগান যুদ্ধে বলির পাঁঠা হতে চাই না

পাকিস্তান আফগান যুদ্ধে ‘বলির পাঁঠা’ হতে চায় না বলে দেশটির প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদে এক ভাষণে মন্তব্য করেছেন। ভাষণে আব্বাসী আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া নীতির সুস্পষ্টভাবে সমালোচনা করেননি তবে পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নয়া নীতির প্রতি তার অসন্তোষ ব্যক্ত করেছেন। খবর আরব নিউজ, ডন ও এএফপির। আব্বাসী বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। বিশেষ করে, আফগানিস্তানে সামরিক ও রাজনৈতিক অচলাবস্থার জন্য যখন পাকিস্তানকে দায়ী করা হয়।’ তিনি বলেন, ‘আমরা কারও ‘বলির পাঁঠা’ হতে প্রস্তুত নই।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আফগানিস্তানে যুদ্ধ করতে পাকিস্তান প্রস্তুত নয়। এছাড়া, আমরা কোন ব্যর্থ কৌশল অনুমোদন দিতে পারি না, যেটি আফগানিস্তান, পাকিস্তান ও অন্য আঞ্চলিক দেশগুলোর মানুষের জন্য কষ্ট আরও বাড়িয়ে তুলবে।’ আব্বাসী জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার (১/১১ হামলা) পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চরমপন্থীরা ২৭ হাজার পাকিস্তানী নাগরিককে হত্যা করেছে। তিনি তার ভাষণে, আফগানিস্তানে তালেবানের সঙ্গে চূড়ান্তভাবে একটি রাজনৈতিক সমাধান এবং জঙ্গী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ ও আলকায়েদাসহ চরমপন্থীদের নির্মূলে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। মার্কিন ও আফগান কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, পাকিস্তান দ্বিমুখী নীতি অবলম্বন করছে, তারা চরমপন্থীদের সঙ্গেও যোগাযোগ রেখে আসছে। গত মাসে ট্রাম্প একটি নয়া নীতি গ্রহণ করেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময় নেয়া যুদ্ধের সমাপ্তি টানতে ট্রাম্পের পূর্বের ঘোষণা অনুযায়ী, ট্রাম্প প্রশাসন তালেবান প্রতিহত করতে আফগানিস্তানে কয়েক হাজার মার্কিন সৈন্য পাঠিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জাতিসংঘে পাকিস্তানের প্রতি আলোচনার প্রস্তাব জানিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলো চরমপন্থা বাদ দিয়ে একত্রে কাজ করতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সুপ্রীমকোর্টে অযোগ্য ষোষিত হলে গত মাসে আব্বাসী দেশটির নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আব্বাসী জাতিসংঘে তার ভাষণে কাশ্মীরে ভারতের ভূমিকার নিন্দা করেন। ভারতের বিরুদ্ধে কাশ্মীরে ‘বিপুল সংখ্যক সেনা মোতায়েনের অভিযোগ তুলে আব্বাসী ভারত-পাকিস্তান সীমান্ত লাইন অব কন্ট্রোলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান ও সেখানে ভারতের সেনাবাহিনী বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘পাকিস্তান সংযত আচরণ করে চলছে। তবে ভারত যদি কখনও লাইন অব কন্ট্রোল অতিক্রম করে, অথবা সীমিত আকারেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে এর কঠিন ও সমুচিত জবাব দেয়া হবে।’ আব্বাসী আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অনুরোধ করছি, অধিকৃত কাশ্মীরে একটি তদন্ত কমিশন পাঠান।’
×