ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অসুস্থ ডিপজলকে নেয়া হলো সিঙ্গাপুরে

প্রকাশিত: ০৫:২৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

অসুস্থ ডিপজলকে নেয়া হলো সিঙ্গাপুরে

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চিকিৎসকদের পরামর্শে বুধবার বিকেলে সাড়ে তিনটায় তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। আকবর জানিয়েছেন, ডিপজলের ফুসফুসে পানি জমেছে। চিকিৎসকরা পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। বুধবার বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। ডিপজলের সঙ্গে আছেন কন্যা ওলিজা মনোয়ার ও স্ত্রী জবা। নির্মাতা ছটকু আহমেদ গতকাল বিকেলে বলেন, ডিপজলের অবস্থা সঙ্কটাপন্ন, তার মেয়ে ওলিজা দেশবাসীর কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই ডিপজলকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। জানা যায়, বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাকে সিসিইউতে রাখা হয়েছিল। তিনি ডাঃ বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। এ দিকে এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন সহশিল্পীরা। খল অভিনেতা আহমেদ শরীফ, নির্মাতা মনতাজুর রহমান আকবর, অভিনেতা সায়মন সাদিকসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। আশির দশকের শেষের দিকে চলচ্চিত্রে নাম লেখান এই অভিনেতা। তবে কাজী হায়াত পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রের মাধ্যমে খল অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। চলচ্চিত্রটি আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে।
×