ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্সেল মার্সো স্মরণে মূকাভিনয় ফেডারেশনের সম্মেলন

প্রকাশিত: ০৫:২৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

মার্সেল মার্সো স্মরণে মূকাভিনয় ফেডারেশনের সম্মেলন

সংস্কৃতি ডেস্ক ॥ সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে খ্যাত ফরাসি মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর দশম প্রয়াণবার্ষিকী আগামীকাল। দিবসটি স্মরণে ‘প্রশিক্ষণ-অনুশীলনে মুখরিত মূকাভিনয়’ স্লোগানে ২২ ও ২৩ সেপ্টেম্বর শুক্র ও শনিবার টাঙ্গাইলের রক্ষিত বেলতায় ‘আমাদের বাড়ি’তে দু’দিনব্যাপী আবাসিক সাংগঠনিক সম্মেলনের অয়োজন করেছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। এ সম্মেলনে সারাদেশ থেকে মূকাভিনয় ফেডারেশনভুক্ত দলগুলোর দলপ্রধান ও নির্দেশকেরা অংশ নেবেন। দুদিনব্যাপী এ আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। আলোচনার বিভিন্ন পর্বে মূল বক্তা হিসেবে থাকবেন ড. ইস্রাফিল আহমেদ, জাহিদ রিপন, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, মাসউদুর রহমান প্রমুখ। সম্মেলনে সংগঠন, শিল্প, নির্মাণ ও প্রয়োগ বিষয়ে সমন্বিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে মার্সেল মার্সো স্মরণে মূকাভিনয় প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সম্মেলনের নানা আয়োজন ছাড়াও বিভিন্ন পর্বের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারিত রয়েছে- সাংগঠনিক সম্প্রীতি ও কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন; বাংলাদেশ মূকাভিনয় চর্চার উপস্থাপন পদ্ধতি, অনুকরণ প্রবণতা ও সমকালীন বিশ্বে মূকাভিনয়; চলমান মূকাভিনয় চর্চার সঙ্কট ও উত্তরণের উপায়; বহির্বিশ্বে মূকাভিনয় প্রদর্শনী ও প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময়; মূকনাটক রচনা, নির্মাণ ও থিয়েটার প্রসঙ্গ; মূকাভিনয়ে দেশজ ভাবনা, বাংলা মূকাভিনয় রীতি ও এর বিনির্মাণ পদ্ধতি এবং মুক্ত আলোচনা প্রভৃতি। এছাড়া টাঙ্গাইলের সংস্কৃতিকর্মীদের সঙ্গে মূকাভিনয় চর্চার সম্ভাবনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ আবাসিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয়চর্চায় নবশক্তি আর নবগতি অর্জিত হবে বলে আশবাদ ব্যক্ত করেছেন মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন এবং সেক্রেটারি জেনারেল বিজোয়ন রাজন।
×