ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বননের ৩২ বছর পূর্তিতে আবৃত্তি উৎসব

প্রকাশিত: ০৫:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৭

স্বননের ৩২ বছর পূর্তিতে আবৃত্তি উৎসব

স্টাফ রিপোর্টার ॥ আবৃত্তি চর্চা ও বিকাশে নিবেদিত সংগঠন ‘স্বনন’র ৩২ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬-৩০ মিনিটে জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমরা তো উৎসবে মেতেছি’ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাশিল্পী সেলিনা হোসেন এবং সেন্টার ফর এন আর বি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম ই চৌধুরী শামীম। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন প্রধান অতিথি সৈয়দ হাসান ইমাম, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আশরাফুল আলম ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছে স্বননের দলীয় পরিবেশনা। আবৃত্তি সহযোগে গৌড়ীয় রীতিতে নাট্য উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বননের সভাপতি ডাঃ চক্রেশ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান।
×