ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ ১। রাবণ কোন মুনির নাতি ? (ক) কাশ্যপ (খ) পুলস্ত্য (গ) চ্যবন (ঘ) দুর্বাসা। ২। নিষাদদের রাজা ছিলেন কে ? (ক) হিরণ্যাক্ষ (খ) হিরণ্যকশিপু (গ) হিরণ্যধনুু (ঘ) হিরণ্যমনু। ৩। দেশপ্রেম বলতে যা বোঝায়- (র) মাতৃভূমির প্রতি মমত্ববোধ (রর) ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দেওয়া (ররর) জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৪এবং৫নং প্রশ্নের উত্তর দাও ঃ শ্যামল ১৯৭১সনে অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। যখন পঁচিশে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী নিরাপদ ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যা করে,তখন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। কিন্তু স্বাধীন হওয়ার মাসখানেক পূর্বেই এক সম্মুখ যুদ্ধে তিনি শহিদ হন। ৪। শ্যামলের চারিত্রিক বৈশিষ্ট্যে কোন নৈতিক গুণটি ফুটে উঠেছে? ক) দয়া (খ) সততা (গ) দেশপ্রেম (ঘ) অধ্যবসায়। ৫। শ্যামলের আত্মত্যাগের মর্মার্থ হলো- (র) স্বদেশকে ভালোবাসা (রর) মাতৃভূমির প্রতি মমত্ববোধ (ররর) পরাধীনতার গ্লানি থেকে মুক্তিলাভ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৬। কিসে উদ্বুদ্ধ হয়ে মানুষ তার নিজের জীবনও উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন না ? (ক) ধর্মে (খ) কর্মে (গ) ধনসম্পদে (ঘ) দেশপ্রেমে। ৭। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের যা তার দেহকে পুষ্ট করে- (র ) মাটি (রর) জল (ররর) আলো-বাতাস। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ৮। জীবনের সফলতা ও বিফলতা নির্ভর করে ? (ক) অধ্যবসায়ের ওপর (খ) শিক্ষার ওপর (গ) চরিত্র গঠনের ওপর (ঘ) আচরণের ওপর। ৯। কার প্রচেষ্টায় রাবণ মুক্তি পেল? (ক) রাম (খ) সীতা (গ) অর্জুন (ঘ) পুলস্ত্য । ১০। চন্দ্র বংশীয় রাজা কার্তবীর্যার্জুন ছিলেন- (র) কর্তব্যপরায়ণ (রর) বীর (ররর) দেশপ্রেমিক। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। পুলস্ত্য কার কল্যাণ কামনা করলেন? (ক) কার্তবীর্যার্জুন ও রাবণ উভয়ের (খ) রাবণ (গ) কার্তবীর্যার্জুন (ঘ) লক্ষণ। উত্তর: ১(খ), ২(গ), ৩(খ), ৪(গ), ৫(ঘ), ৬(ঘ), ৭(ঘ), ৮(ক), ৯(ঘ), ১০(ঘ), ১১(ক)।
×