ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়া থেকে ২০০ রেলকোচ আনতে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ইন্দোনেশিয়া থেকে ২০০ রেলকোচ আনতে চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্দোনেশিয়া থেকে ইস্পাতের তৈরি ২০০ রেলকোচ আনছে বাংলাদেশ। বৃহস্পতিবার রেল ভবনে ইন্দোনেশিয়ার ইনকা পিটি ইন্ডাস্ট্রি কারেটা এপিআইয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রেল কর্তৃপক্ষ। আগামী পৌনে তিন বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে এ রেলকোচ যুক্ত হবে। এতে ব্যয় হবে ৫৭৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬৭০ টাকা। রেলপথ বিভাগের পক্ষে রোলিং স্টকের এডিজি মোঃ সামসুজ্জামান এবং ইনকা পিটির পক্ষে আর আগুস এইচ পুরনোমো এ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, এ সরকারের আমলে রেল যোগাযোগে অনেক উন্নতি হয়েছে। আশা করছি, সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই কোচ সরবরাহ করবে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও ভারত থেকে ২০০টির বেশি নতুন বগি ইতোমধ্যে রেলবহরে যুক্ত হয়েছে। গত জুন মাসেও ইন্দোনেশিয়া থেকে ৫০টি যাত্রীবাহী কোচ আনতে চুক্তি করে রেলপথ মন্ত্রণালয়। কক্সবাজারে রেল সম্প্রসারণে চুক্তি ॥ কোচ সংগ্রহের চুক্তি স্বাক্ষরের আগে দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করে রেলপথ মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসএমইসি ইন্টারন্যাশন্যাল ৪১৬ কোটি ৫১ লাখ ২৭ হাজার টাকায় এ কাজ পাচ্ছে। আগামী ৬০ মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে। পরামর্শক কোম্পানির পক্ষে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার এএসএস সাবাহ এবং প্রকল্পের পরিচালক মফিজুর রহমান চুক্তিতে সই করেন। দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে চার হাজার ৯১৯ কোটি সাত লাখ টাকা এবং এডিবির ঋণ হিসেবে ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা পাওয়া যাবে। ২০২২ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের আশা করছে রেলপথ মন্ত্রণালয়।
×