ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একটি শেয়ার বিক্রিতেই দরপতনের শীর্ষে

প্রকাশিত: ০৪:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

একটি শেয়ার বিক্রিতেই দরপতনের শীর্ষে

মাত্র একটি শেয়ার লেনদেনেই দরপতনের শীর্ষে নেমে গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। জীবনবীমা খাতের কোম্পানিটির নাম প্রগ্রেসিভ লাইফ। সোমবার সকালে মাত্র ১ হাওলায় ১টি শেয়ার লেনদেন হতেই পতনের সর্বনিম্ন সীমায় নেমে যায় কোম্পানিটির দর। এত কম শেয়ারে এভাবে দরপতন খুবই কম দেখা যায়। দেখা গেছে, সোমবার যথারীতি বাজারে লেনদেন শুরু হলে ৫ মিনিটের মাথায় প্রগ্রেসিভ লাইফের ১টি শেয়ার কেনাবেচা হয়। যা সার্কিট ব্রেকারের সর্বনিম্ন পর্যায়ে কোম্পানিটির এ শেয়ার লেনদেন হয়। রবিবার কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৫৭.৭০ টাকা। কোম্পানিটির সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দর হবে ৫২.১০ টাকা। সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরেই শেয়ারটি কেনাবেচা হয়। মনে করা হচ্ছে, কেউ হয়তো ভুল করে শেয়ারটি সার্কিট ব্রেকারের শেষ ধাপে বিক্রি করেছেন। অথবা ইচ্ছা করে কম দরে কোম্পানিটির শেয়ার হাতিয়ে নেয়ার জন্য শেয়ারটি সর্বনিম্ন দরে বিক্রি করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার পূবালী ব্যাংকের ১ কোটি ১০ লাখ শেয়ার কিনবে আইটি ফ্যাশন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের ১ কোটি ১০ লাখ শেয়ার কিনবে প্রতিষ্ঠানটির অন্যতম কর্পোরেট উদ্যোক্তা আইটি ফ্যাশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আইটি ফ্যাশন বর্তমান বাজার মূল্য ব্যাংকটির কাছ থেকে ১ কোটি ১০ লাখ শেয়ার ক্রয় করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে শেয়ারগুলো ক্রয় করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×