ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেক্সাসে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৮

প্রকাশিত: ০৪:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৭

টেক্সাসে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর প্লানোর একটি বাড়িতে গোলাগুলিতে এক বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার রাতে একটি ফুটবল ম্যাচ দেখার উদ্দেশ্যে আয়োজিত এক পার্টিতে গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্টি চলার সময় ওই বাড়িতে এক ব্যক্তি হাজির হয়ে বাইরে এক নারীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তর্কাতর্কির এক পর্যায়ে ওই নারী বাড়ির ভিতরে চলে গেলে আগন্তুক ব্যক্তি একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে গুলি করতে শুরু করে। ক্রিস্টাল সাগ নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, আমি এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে তর্ক করতে দেখেছিলাম। তারা বাইরে দাঁড়িয়ে তর্ক করছিল। ওই নারী ভিতরে ফিরে যাওয়া চেষ্টা করছিল এবং একসময় চলে যায়, এর পরপরই ওই ব্যক্তি বন্দুক বের করে ভিতরে গিয়ে গুলি করতে শুরু করে। প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলে জানিয়েছেন, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ভুতুড়ে চিংড়ি যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের চেবিয়াগ আইল্যান্ডের এ্যালেক্স টড সমুদ্রে চিংড়ি ধরার জাল তোলার পর বিস্মিত হয়ে যান। তিনি দেখতে পান তার জালে আকাশী নীল রঙের একটি চিংড়ি উঠেছে। মেইনের কোস্ট ফিশারম্যান এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, জিন ঘটিত কোন সমস্যার কারণে গলদা চিংড়িটির খোলসে পিগমেন্ট তৈরি হয়নি। এটি মূলত একটি এ্যালবিনো চিংড়ি। -ডেইলি মেইল স্ত্রীর হাত থেকে বাঁচতে... ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের যোগেশ গোয়ালা নামের এক ব্যক্তি স্ত্রীর হাত থেকে বাঁচতে পুলিশকে ঘুষি মেরে এখন জেল খাটছেন। স্ত্রীর সঙ্গে অশান্তি চরম অবস্থায় পৌঁছলে নিজেকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশকে অনুরোধ করেন যেন তাকে আটক করে। তবে পুলিশ তার অনুরোধ উপেক্ষা করায় ঘুষি মারেন। জেলে গিয়ে অবশ্য তিনি খুব খুশি। - হিন্দুস্তান টাইমস
×