ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় পানে ক্ষতিগ্রস্ত দেশী পানচাষীরা

প্রকাশিত: ০৫:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৭

ভারতীয় পানে ক্ষতিগ্রস্ত দেশী পানচাষীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েক বছর ধরে পান আমদানি হচ্ছে ভারত থেকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। পান আমদানি বন্ধ না হলে এ চাষে সংশ্লিষ্ট কয়েক হাজার চাষি ক্ষতির মুখে পড়বেন। ইতোমধ্যে অনেক দেনা হয়ে গেছে। এখন অন্য পেশা বেছে নেয়া ছাড়া পান চাষে জড়িতদের আর কোন পথ খোলা নেই। যশোর জেলায় পান চাষ ভাল হয়। আর এই পান যায় দেশের অন্য স্থানে। তবে খৈল ও জৈবসার ব্যবহারের ফলে কিছু জায়গায় পানের আকার ছোট হচ্ছে। পান চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যশোরের সবচেয়ে বড় পানের হাট বসে বুধ ও শনিবার। দিন দিন এখানকার হাটে পান চাষির আগমন কমে যাচ্ছে বলে জানান পানহাট ইজারাদার।
×