ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬৩ লাখ লোক নিরাপদ আশ্রয়ে

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা

প্রকাশিত: ০৫:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা; ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের কাছাকাছি শক্তির দমকা বাতাস ফ্লোরিডার দক্ষিণের দ্বীপগুলোতে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লোরিডা উপকূলে সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে। খবর বিবিসির। ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ এড়াতে যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যটির প্রায় ৬৩ লাখ লোককে সরিয়ে নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগের দিন ‘কেউ সরতে চাইলে তার জন্য অনেক দেরি হয়ে গেছে’ বলে শনিবার হতাশা ব্যক্ত করেছেন ফ্লোরিডার গবর্নর রিক স্কট। গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডবলীলা চালিয়ে অন্তত ২৪ জনের প্রাণ নিয়েছে। শুরুতে পাঁচ মাত্রার শক্তিশালী ঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপ পেরিয়ে এসে শুক্রবার কিউবায় আঘাত হানে ইরমা। সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে ‘প্রাণঘাতী একটি ঝড়’ ফ্লোরিডার দক্ষিণের ছোট ছোট দ্বীপ এবং পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে। জরুরী ব্যবস্থাপনা সংস্থা ফিমার প্রধান ব্রুক লং সিএনএনকে বলেছেন, ফ্লোরিডার কেন্দ্রস্থলে নিরাপদ কোন জায়গা নেই, এর মধ্যে যদি সরে না থাকেন, তাহলে আপনি জীবন হাতে নিয়ে ঘুরছেন। গবর্নর স্কট বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আপনি যদি খালি করে ফেলার নির্দেশিত এলাকাগুলোর মধ্যে এখন থাকেন, তাহলে আপনাকে আশ্রয় খুঁজতে হবে, হাতে খুব বেশি সময় নেই। ঝড় এসে গেছে, অনেক দূরে চলে যাওয়ার মতো সময় আর নেই। ফ্লোরিডার হাজার হাজার বাসিন্দা এখন বিদ্যুতবিচ্ছিন্ন অবস্থায় আছে। টাম্পা বে ও সেন্ট পিটার্সবার্গ শহর ঝড়ের পথে থাকায় সেখানে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৩০ লাখ বাসিন্দার টাম্পা বে ১৯২১ সালের পর এবারই প্রথম কোন শক্তিশালী ঝড়ের মুখে পড়েছে। অঙ্গরাজ্যের ৬৩ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে ফ্লোরিডা সরকার। কয়েকটি এলাকায় আশ্রয়কেন্দ্র দ্রুত ভরাট হয়ে যাওয়ায় জায়গা না পেয়ে অনেকেই ফিরে গেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সড়কে যানজট ঠেকাতে মিয়ামি ও ব্রোয়ার্ড কাউন্টি কারফিউ জারি করেছে বলে জানা গেছে।
×