ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগর নিখোঁজ

প্রকাশিত: ০৫:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৭

সাগর নিখোঁজ

যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে। ভিডিও ফুটেজের ছবিতে দেখা গেছে, হারিকেন ইরমা আঘাত হানার পর সাগরের তীর স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। পানিও শুকিয়ে গেছে। বাহামার লং আইল্যান্ড উপকূল থেকে এক ব্যক্তি টুইট করেন, আমি এক অবিশ্বাস্য ঘোরের মধ্যে রয়েছি। এটা কি বাহামার লং আইল্যান্ড উপকূল দেখছি। সাগরের পানি সব উড়ে গেছে। যত দূর চোখ যায় কোন পানি দেখছি না। অবিশ্বাস্য ওই ভিডিওতে দেখা যায়, ওই নারী সাগরের বুকে হেঁটে বেড়াচ্ছেন। যেটা পুরোপুরি শুকনো। তাতে সামুদ্রিক প্রাণীর বড় বড় শক্ত খোলস পড়ে আছে। আরেক টুইটার ব্যবহারকারী সাগরের বেলাভূমির একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা গেছে, একদিনের কম সময়ের মধ্যে সাগর স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। ওয়াশিংটন পোস্ট জানায়, হারিকেন ইরমা শুক্রবার বাহামায় আঘাত হানে। এটা এতই শক্তিশালী ছিল যে, যা লং আইল্যান্ডের আকার পরিবর্তন করে দিয়েছে। তবে শনিবার বিকেলের মধ্যেই তা স্বাভাবিক রূপে ফিরে এসেছে। হারিকেনের কেন্দ্রে চাপ ছিল কম। কিন্তু ইরমা এতটাই শক্তিশালী ছিল যে, সাগরের বুক থেকে পানি গ্রাস করে নিয়েছে। আবহাওয়াবিদ এঞ্জেলা ফ্রিজ বলেন, এটাকে ‘হারিকেন বালজ’ বলে। ঝড়ের কেন্দ্রের চাপ ছিল কম। এতে সাগরের পানি উপরের দিকে উঠে গেছে। তীব্র বাতাসে পানি অনেক দূর চলে গেছে। যে কারণে এখনও সাগরে পুরোপুরি পানি আসেনি। তিনি বলেন, খুব শীঘ্রই পানি ফিরে আসবে না। -মেইল অনলাইন
×