ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

প্রকাশিত: ০৫:০১, ১১ সেপ্টেম্বর ২০১৭

ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

সংসদ রিপোর্টার ॥ আগামী ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু)। তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকদের মজুরি, ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের লক্ষ্যে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ গঠন করা হয়েছে। যারা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, কমিশনের প্রতিবেদন বর্তমানে অর্থ বিভাগের অভিমতের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বর্তমানে ৯৮ শতাংশ গার্মেন্টসে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয়েছে। একই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী জানান, শ্রম পরিদফতরের আওতাধীন ১৯টি শ্রমিক কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে বছরে গড়ে এক লাখ ১৩ হাজার জনকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের সদস্য মোঃ আবদুল্লাহর প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, গার্মেন্টস সেক্টরে ৫৪০টি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন রয়েছে। এছাড়া দেশের ৪২টি শিল্পখাতের মধ্যে ৩৮টি খাতে ইতোমধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে।
×