ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘একটি সিনেমার গল্প’ যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

‘একটি সিনেমার গল্প’ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের যাত্রা শুরু হলো শনিবার। বিএফডিসির চার নম্বর ফ্লোরে এদিন দুপুরে একটি দৃশ্য ধারণের মধ্যদিয়ে আলমগীর তার নির্দেশিত নতুন এ চলচ্চিত্রের শূটিং শুরু করেন। তবে শূটিং শুরুর আগে বিসমিল্লাহ পড়ে চলচ্চিত্রটির শুভযাত্রা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বরেণ্য অভিনেতা, নির্দেশক সৈয়দ হাসান ইমাম। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্দেশক ও অভিনেতা আলমগীর, আঁখি আলমগীর, চিত্রনায়ক আরিফিন শুভ, ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আঁখি আলমগীরের দুই কন্যা স্নেহা ও আরিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্রটির শূটিং চলবে বলে জানান আলমগীর। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর নিজেই। এতে আলমগীরের বিপরীতে অভিনয় করবেন চম্পা। চিত্রগ্রহণে আছেন আসাদুজ্জামান মজনু। রুনা লায়লা বলেন, একটি সিনেমার গল্প’র জন্য রইলো শুভ কামনা। এই চলচ্চিত্রের মধ্যদিয়েই একজন সুরকার হিসেবে আমার অভিষেক হলো। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গেয়েছেন আঁখি আলমগীর। চলচ্চিত্রটির অন্যান্য গানগুলো বেশ চমৎকার। সবমিলিয়ে চমৎকার গল্পের একটি সিনেমা একটি সিনেমার গল্প। সৈয়দ হাসান ইমাম বলেন, গল্পটা আমার কাছে বেশ ভাললেগেছে। আলমগীর নির্দেশক হিসেবে পরীক্ষিত একজন। আশা করছি এটি অতীতের চেয়েও আরও অনেক বেশি ভাল মানের একটি সিনেমা হবে। আরিফিন শুভ বলেন, জীবনের প্রথম একই ফ্রেমে আলমগীর স্যারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাও আবার তারই নির্দেশিত চলচ্চিত্রে। এটা আমার জন্য আমার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি অর্জন বলেই আমি বিবেচনা করছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওপার বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণা বলেন, এর আগে আলমগীর স্যারের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। বহু বছর পর তার নির্দেশনায় এবার কাজ করতে যাচ্ছি। আবার তার সঙ্গে একই ফ্রেমে অভিনয়ও করব। তাই ভীষণ ভাললাগা কাজ করছে। এফডিসিতে এসে পুরনো দিনের অনেক কিছুই মনে পড়ছে। মনে পড়ছে নায়করাজ রাজ্জাক স্যারের কথা, মান্নার কথা। সবমিলিয়ে একটি সিনেমার গল্প আমার কাছে স্মৃতি হাতড়ে ফেরার কাজও বটে। আশা করছি খুউব ভাল একটি সিনেমাই হবে এটি। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হচ্ছে।
×