ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ মাসে বাজার মূলধন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

৮ মাসে বাজার মূলধন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। শেয়ারবাজার স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে বাড়ছে সূচক ও টাকার পরিমাণে লেনদেন। এরই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনও বাড়ছে। শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ৪ লাখ কোটি টাকার উপরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ৮ মাসে ডিএসইর বাজার মূলধন ৬০ হাজার ৮৪৬ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকা বেড়েছে। ডিএসইর বাজার মূলধন আগস্ট মাসের শেষ দিন ৪ লাখ ২ হাজার ৯০ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকায় পৌঁছায়। যা ২০১৬ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৪১ হাজার ২৪৪ কোটি ১৭ লাখ ৯৩ হাজার টাকায়। ডিএসইতে সর্বশেষ ৭ সেপ্টেম্বর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৭৬৪ কোটি ৮৭ লাখ ১৩ হাজার টাকা। শেষ ৮ মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭০.৩৮ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ ৩১ আগস্ট ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬ হাজার ৬.৪৩ পয়েন্টে। যা ২০১৬ সালের ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ৫ হাজার ৩৬.০৫ পয়েন্টে। সর্ব শেষে ৭ সেপ্টেম্বর ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬১১৪.৯৮ পয়েন্টে। এ সময়ে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১৩০.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২.০৯ পয়েন্টে। ২০১৬ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবসে ডিএসইএস সূচক ছিল ১১৯১.৮৭ পয়েন্টে। আর সর্বশেষ ৭ সেপ্টেম্বর ডিএসইএস সূচক দাঁড়িয়েছে ১৩৪৭.৮৬ পয়েন্টে। এবং ডিএসই-৩০ সূচক শেষ ৮ মাসে ৩২৭.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৮.৭২ পয়েন্টে। যা ২০১৬ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ ছিল ১৮১০.৯১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক শেষ কার্যদিবস অর্থাৎ ৭ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ২১৭৮.৫০ পয়েন্টে। লেনদেনে ব্যাংক খাতের প্রাধান্য অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। মোট লেনদেনের ৩২ শতাংশ অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৩১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১১ শতাংশ ছিল এ খাতের দখলে। সপ্তাহজুড়ে এ খাতে ১১১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রকৌশল ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত ১০ শতাংশ লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে আর্থিক খাতে ১০১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এই খাতে। আর প্রকৌশল খাতে ৯৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ৫ শতাংশ, সিরামিক, ট্যানারি ও বিবিধ খাতে ৩ শতাংশ ও মিউচুয়াল ফান্ড খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন, ভ্রমণ-অবকাশ, কাগজ, আইটি, বীমা ও সিমেন্ট খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
×