ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আমতলীতে পড়া উৎসব

প্রকাশিত: ০৬:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৭

 আমতলীতে পড়া উৎসব

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৮ সেপ্টেম্বর ॥ আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জনতা লাইব্রেরীর উদ্যোগে শুক্রবার পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য সিল্ড্রেনের সহযোগিতায় ও আইরেক্স, ইউএসএআইডির অর্থায়নে বেসরকারী সংস্থা কোডেক রিড প্রকল্প এ উৎসবের আয়োজন করে। উপজেলার তিনটি বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৪৫ শিক্ষার্থী পড়া উৎসবে অংশগ্রহণ করে। ৬ গ্রুপের ১৮ শিক্ষার্থীর মাঝে পুরস্কার দেয়া হয়। আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান শিকদারের সভাপতিত্বে পড়া উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান। সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ সেপ্টেম্বর ॥ চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ সময় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস, ভারতের পশ্চিম বাংলার গভ. কলেজ আর্টস এ্যান্ড ক্রাফটের অধ্যাপক সুমন পাল, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বেশ কয়েকজন চিত্রশিল্পী উপস্থিত ছিলেন।
×