ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪শ’ জিবি মেমোরি কার্ড

প্রকাশিত: ০৫:০১, ৯ সেপ্টেম্বর ২০১৭

৪শ’ জিবি মেমোরি কার্ড

স্মৃতির পাতায় অগণিত স্মৃতি ধরে রাখা গেলেও প্রযুক্তির স্মৃতির পাতা বা মেমোরি কার্ডে সে সুযোগ নেই। সেখানে একটি নির্দিষ্টমাত্রা পেরোনোর পর আর স্মৃতি সংরক্ষণ করা যায় না। সংরক্ষণ করতে চাইলে পুরনো স্মৃতি ফেলে নতুন স্মৃতি তুলে রাখতে হয়। কোন্ স্মৃতি ফেলে দেবেন আর কোন্ স্মৃতি তুলে রাখবেন- এটা নিয়ে ব্যবহারকারীকে পড়তে হয় দোটানায়। তবে গ্রাহকদের ওই দোটানা থেকে মুক্তি দিতে এবার বাজারে এসেছে ৪শ’ জিবি মেমোরি কার্ড। গত সপ্তাহে জার্মানির বার্লিনে স্যানডিস্ক তাদের এ মেমোরি কার্ডটি প্রদর্শন করে। প্রদর্শনের পরপরই অনেকে এ মেমোরি কার্ড নিয়ে আগ্রহ দেখায়। এটির প্রাথমিক দাম ধরা হয়েছে আড়াই শ’ মার্কিন ডলার। খুব শীঘ্রই এটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। ম্যাশেবল অবলম্বনে।
×