ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

পাবনায় বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ সেপ্টেম্বর ॥ নৌকা ভ্রমণের সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ছেলে-ভাতিজাসহ এক কলেজশিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার দুপুরে চাটমোহর উপজেলার চলনবিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন (৪০), তার ছেলে সোহান (১১) ও ভাতিজা আফজাল হোসেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, কলেজশিক্ষক আনোয়ার হোসেন একটি মাইক্রোযোগে পরিবারের ১০-১২ জন সদস্য নিয়ে নৌকা ভ্রমণের উদ্দেশে চাটমোহরে আসেন। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে নৌকা ভাড়া করে তারা চলনবিলে নৌভ্রমণে বের হন। নৌকার ছইয়ে (ছাদ) পাঁচজন বসে বিলের দৃশ্য উপভোগ করা অবস্থায় বিকেল ৩টার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজিপুর জিওলগাড়ি পৌঁছালে বৈদ্যুতিক তারের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এ সময় ছইয়ে (ছাদে) অবস্থানরত পাঁচজনই বিলের পানিতে পড়ে যায়। স্বজনরা দুজনকে আহতাবস্থায় উদ্ধার করলেও অপর তিনজন নিখোঁজ হয়। এরপর এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টার পর কলেজশিক্ষক আনোয়ার হোসেন, ছেলে সোহান ও ভাতিজা আফজাল হোসেনের মৃতদেহ উদ্ধার করে। ফরিদপুরে ছাত্রলীগ নেতা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, মন্ত্রীর বাড়ির প্রবেশপথে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাহিমুল ইসলাম হিরা (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছাত্রলীগ নেতা নাঈম শেখ (২৬)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার এ ঘটনা ঘটে ফরিদপুর শহরতলীর বদরপুরে অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি আফসানা মঞ্জিলের প্রবেশপথে। নিহত রাহিমুল ইসলাম শহরের গোয়ালচামট এলাকার কামাল মিয়ার ছেলে। এ ঘটনা আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ ওরফে শামীম বলেন, মন্ত্রীর বাড়ির প্রবেশ পথে ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মিত একটি শোলার তোরণে লাইটিংয়ের কাজ দেখাশোনা করছিলেন ওই দুই ছাত্রলীগ নেতা। কিন্তু বৃষ্টির কারণে একটি রড আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। রাহিমুল সে রডটি স্পর্শ করলে বিদ্যুতস্পৃষ্ট হয়। তাকে উদ্ধারে এগিয়ে এসে নাঈমও বিদ্যুতস্পৃষ্ট হয়। এ ঘটনায় রাহিমুল ঘটনাস্থলেই নিহত হয়। আহত নাঈমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে (নাঈম) আশঙ্কামুক্ত। ডোমারে কিশোর স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, তাতাল দিয়ে চার্জার টর্চলাইট মেরামত করতে গিয়ে বিদ্যুত¯পৃষ্ট হয়ে নুর আমিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। ঈদের পরের দিন রবিবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী হাজীপাড়ার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন ওই এলাকার দেলোয়ার রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। নুর আমিন তাতাল দিয়ে চার্জার টর্চলাইট মেরামত করতে গেলে তাতালের তারের শর্টসার্কিট থেকে বিদ্যুত¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
×