ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রোধে ক্যাম্পেন

প্রকাশিত: ০৪:২৭, ১ সেপ্টেম্বর ২০১৭

বাল্যবিয়ে রোধে ক্যাম্পেন

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩১ আগস্ট ॥ দৌলতপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি দৌলতপুর কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৌলতপুর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সাদ্দাম হোসেন প্রমুখ। বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ আগস্ট ॥ গোডাউনপাড়া নিবাসী নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু শক্তিপদ চৌধুরী (শক্তি স্যার) তার প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতার ৫০ হাজার টাকা সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ইকরতারা, টেপাগাড়ী ও কাদোয়া গ্রামের একশ’ বানভাসি মানুষের মাঝে বিতরণ করেন। তিনি এলাকায় শক্তি স্যার হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার তিনি তার সহধর্মিণী ও ছোট ভাই সজল চৌধুরীকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে এই অর্থ বিতরণ করেন। শুধু মুক্তিযোদ্ধাই নয়, এলাকার সামর্থ্যবান সকলকেই তিনি বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
×