ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ দিনে ১১২ শতাংশ দর বাড়ল মুন্নু সিরামিকের

প্রকাশিত: ০৪:০২, ১ সেপ্টেম্বর ২০১৭

১১ দিনে ১১২ শতাংশ দর বাড়ল মুন্নু সিরামিকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধুমাত্র ১১ কার্যদিবসের ব্যবধানেই মুনুœ সিরামিকের শেয়ার দর দ্বিগুণেরও বেশি বেড়েছে। ঝুঁকিপূর্ণ কোম্পানি হওয়া সত্ত্বেও এ কোম্পানির শেয়ার দর বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষও নীরব দর্শকের ভূমিকাও রয়েছে। কখনও ভাল লভ্যাংশের গুজব বা কখনও কোম্পানির মালিকানা পরিবর্তন হবে এমন গুজবে বাজারে কোম্পানিটির অসম্ভব চাহিদা তৈরি করেছে একটি চক্র। যদিও কোম্পানিটি গত কয়েক বছরে বিনিয়োগকারীদের নামমাত্র লভ্যাংশ প্রদান করে বি ক্যাটাগরিতে ছিল। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানিটি জুন ক্লোজিংয়ের পর শীঘ্রই কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। একশ্রেণীর বিনিয়োগকারী মার্কেটে গুজব ছড়িয়েছে যে, কোম্পানিটি এবার আগের তুলনায় ভালো লভ্যাংশ দেবে। আর বর্তমান বি থেকে এ ক্যাটাগরিতে চলে আসবে মুন্নু সিরামিকস। তাই এ কোম্পানির শেয়ার নিয়ে মেতে উঠেছে কারসাজি চক্র। ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪২.৬০ টাকা। মাত্র ১১ কার্যদিবসের ব্যবধানেই কোম্পানিটির শেয়ার দর গিয়ে দাঁড়িয়েছে ৯০.৩০ টাকায়। অর্থাৎ এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭.৭০ টাকা বা ১১২ শতাংশ। ডিএসই থেকে কারণ দর্শনোর নোটিস দেয়া হলেও কোম্পানিটির কাছে কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে। কোম্পানির বর্তমান পি/ই রেশিও ৫৬৪.৩৮। তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী মুন্নু সিরামিকসের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.২০ টাকা। গত পাঁচ বছর ধরে কোম্পানিটি ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে যাচ্ছে। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২০২ কোটি ৬৮ লাখ টাকা। এর মোট ২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ২০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৬১.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫.৮৬ শতাংশ, বিদেশি ০.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী কাছে রয়েছে ২২.৭৬ শতাংশ শেয়ার।
×