ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিত খোরশেদ

প্রকাশিত: ০৫:২০, ২৯ আগস্ট ২০১৭

বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিত খোরশেদ

স্টাফ রিপোর্টার ॥ কম্পিউটারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন হ্যাকার চক্রের মূল হোতা খোরশেদ। বিকাশ এজেন্টদের ৬টি সিম থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা চক্রের অন্য সদস্যদের অবৈধ নিবন্ধন করা ৯৮টি সিমে সরিয়ে নেন তিনি। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। আব্দুল বাতেন জানান, রবিবার রাতে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়া ওই প্রতারকচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরা হচ্ছে, খোরশেদ, আবুল বাশার, মোঃ আরিফুর রহমান, মোঃ ইকবাল হোসেন অপু ও মোঃ হামিদুর রহমান তুষার। এ সময় তাদের কাছ থেকে অবৈধ বিকাশ সিম, মডেম ও এ্যাপ্লিকেশন সফটওয়্যার জব্দ করা হয়। তিনি জানান, সাধারণ বিকাশের একটি নম্বরে ১৫ হাজার টাকার বেশি লেনদেন করা যায় না। সেজন্য একসঙ্গে অনেক টাকা লেনদেনে ডিভাইস তৈরি করেন এ চক্রের সদস্য হামিদুর রহমান তুষার।
×