ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ দেখছেন মুশফিক- স্মিথ দুই অধিনায়কই

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ আগস্ট ২০১৭

চ্যালেঞ্জ দেখছেন মুশফিক- স্মিথ দুই অধিনায়কই

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারী টেলিভিশন চ্যানেল জি টিভি। এই ম্যাচটির মধ্য দিয়েই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজও শুরু হয়ে যাবে। প্রথম টেস্ট শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ মুহূতে দুই দলের মধ্যেই প্রথম টেস্ট নিয়ে ভাবনা আছে। দুই দলই চায় প্রথম টেস্ট জিতে নিতে। তাতে সিরিজে এগিয়ে থাকা গেল। এগিয়ে থাকলে দ্বিতীয় টেস্টে নির্ভার হয়েই খেলতে নামা যাবে। মানসিকভাবেও চাঙ্গা থাকা যাবে। কিন্তু প্রথম টেস্টটিতে জেতার জন্য প্রতিদিন ভাল খেলাও লাগবে। সেই ভাল খেলা যাবে আবার তখন যখন প্রতিটি সেশন ভাল হবে। আপাতত আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বৃষ্টিতে টেস্টের পুরো পাঁচদিন প্রতিটি সেশন নাও হতে পারে। তেমনই আভাস মিলছে। তবে এটাও ঠিক। এখনকার দিনে টেস্ট তিন কিংবা চারদিনেও শেষ হয়ে যায়। যদি প্রথম ইনিংসেই দেখানো যায় ঝলক। দুই দল সেদিকেই মনোযোগী। ভাল খেলার চিন্তার সঙ্গে আরেক ভাবনাও যুক্ত হয়ে থাকছে। সেটি হচ্ছে উইকেট। উইকেট নিয়ে দুই দলের মধ্যেই আছে মহা চিন্তা। উপমহাদেশের উইকেট স্বাভাবিকভাবেই স্পিননির্ভর হয়। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নতুন করে সংস্কার করা হয়েছে। আউটফিল্ডে কাজ করা হয়েছে। উইকেটেও সেই কাজের আঁচড় পড়েছে। তাতে উইকেটের চেহারা যে পুরোপুরি স্পিননির্ভর হবে তা কেউই বুঝতে পারছেন না। যদিও অস্ট্রেলিয়ানদের ভাবনার বিষয় হচ্ছে মন্থর, স্লো উইকেট। সেইরকমই মনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা না থাকলে অসিরাই সুবিধা ভোগ করে নিতে পারে। স্পিনের সঙ্গে পেসটাও যে তাদের শক্তিশালী। বাংলাদেশের মাটিতে পা দেয়ার পর থেকেই উইকেট নিয়ে অনেক ভেবেছে স্মিথবাহিনী। কোন কূলকিনারা খুঁজে পায়নি। উইকেট নিয়ে কোনকিছুই জানতে পারেনি। অবশেষে প্রথম টেস্ট শুরুর একদিন আগে শনিবার উইকেট সম্পর্কে জানতে পেরেছে। যা জেনেছেন স্মিথ তাতে তার ভাষায় ‘উইকেট দেখেছি। বেশ মন্থর মনে হলো। সময়ের সঙ্গে স্পিনও করবে। আমরা অবশ্য বিস্মিত নই। আমাদের যা দেয়া হবে সেটির সঙ্গেই দ্রুত মানিয়ে নিতে হবে। আশাকরি প্রথম টেস্টে আমরা ভাল খেলতে পারব।’ স্মিথ বুঝে গেলেও বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম এখনও উইকেটের আচরণ বুঝতে পারছেন না। বলেছেন, ‘আসলে মিরপুরের উইকেট পড়া কঠিন। আবাহাওয়া ও কন্ডিশনও ভিন্ন। যদিও আমরা অনুশীলন করার সুযোগ পেয়েছি। তারপরও উইকেট নিয়ে অনুমান করা কঠিন। এ রকম আবহাওয়ায় উইকেটের ধরন সবসময় পরিবর্তন হতে থাকে। দেখা যায় সারাদিন রোদ পাওয়া যায় না, আবার একটা সময় পাওয়া যায়। এটা কঠিন।’ মুশফিক এসব কথা বলেছেন বৃষ্টির শঙ্কাকে মাথায় রেখেই। যে বৃষ্টি মিরপুর টেস্ট থেকে কোন ফল বের করতে নাও দিতে পারে বলেই শঙ্কা করা হচ্ছে। উইকেটের সঙ্গে একাদশ নির্বাচন করা নিয়েও আছে ঝামেলা। অস্ট্রেলিয়া দল যদিও একাদশ নিশ্চিত করে ফেলেছে। সাত ব্যাটসম্যান, দুই স্পেশালিস্ট পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনার নিয়েই মাঠে নামবে। কিন্তু বাংলাদেশ দলের একাদশই ঠিক হয়নি। এ নিয়ে আছে অনেক ভাবনা। দেশের ক্রিকেটপ্রেমীরা চান মুমিনুল হককে খেলানো হোক। কিন্তু কোচ চাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট জেতা একাদশই রাখতে। কিন্তু তাতেও পরিবর্তন হবে। চোখের সমস্যায় ভোগা মোসাদ্দেক হোসেন সৈকত যে নেই। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে যেন চাপেও আছেন। তাইতো হাতুরাসিংহে ভোর রাতে টুইট করতে বাধ্য হন, ‘উভয়সঙ্কটে পড়েছি। একটি জাতির আবেগ নাকি টিম কম্বিনেশন। নির্ঘুম রাত।’ বোঝাই যাচ্ছে মুমিনুলকে নিয়ে ভাবনায় পড়েছেন কোচ। সেই ভাবনায় ফলও আসতে পারে। তামিম, সৌম্য, ইমরুলের পর মুমিনুলকেও দেখা যেতে পারে একাদশে। সাব্বিরকেও রাখা হবে। তাতে করে প্রথম টেস্টে নাসিরের আর খেলা নাও হতে পারে। পেস আক্রমণে শফিউল আবার ফিরতে পারেন। নয়তো তাসকিনই থাকবেন। মুশফিক, সাকিব, মিরাজ, তাইজুল, মুস্তাফিজ তো সঙ্গে থাকছেনই। যে একাদশই খেলানো হোক গত বছর অক্টোবরে মিরপুরে সর্বশেষ খেলা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ খেলা টেস্টে জিতেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটপ্রেমীরা ওয়ানডেতে যেমন জয় দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তেমনি টেস্টেও এখন একই ফল দেখার আশায় আছেন। সেই আশা এখন পূরণ করতে হবে মুশফিকবাহিনীকে। এ টেস্ট সিরিজের আগে দুই দল পরস্পরের বিপক্ষে ১১ বছর কোন টেস্ট খেলেনি। দুই দল সর্বশেষ ২০০৬ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়। এরআগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। চার টেস্টেই হারে বাংলাদেশ। দল যে উন্নতির ধারায় এগিয়ে যাচ্ছে তাতে করে এবার অসিদের বিপক্ষে জয়ের আশা করছে সবাই। সেই জয়ের অপেক্ষাতেই আছে সবাই। সেই জয়ের আশা ক্রিকেটারদের মাঝেও আছে। এখন সেই জয়টি মিলে গেলেই হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে আজ যে প্রথম টেস্ট শুরু হচ্ছে, এই ম্যাচেই সেই জয়ের প্রত্যাশা করা হচ্ছে।
×