ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ আগস্ট ২০১৭

পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল আযহার বাকি আর মাত্র কয়েকদিন। ইতোমধ্যে রাজধানীতে কোরবানির পশু ঢুকতে শুরু করেছে। দুই-তিন দিনের মধ্যেই কোরবানির পশুতে ভরে উঠবে রাজধানীর হাটগুলো। তাই হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের তিন দিন আগে থেকে সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটে পশু বিক্রির কথা থাকলেও পশু আসছে সময়ের আগেই। এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে হাটগুলোর প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, নানা রঙে সাজানো হয়েছে ব্যানার ও গেট। পশু বেঁধে রাখতে বাঁশের খুঁটি মাটিতে পোঁতার কাজ চলছে। পশু ব্যবসায়ীদের বিশ্রামের জন্য আলাদা জায়গা প্রস্তুত করা হয়েছে। রাজধানীতে সবচেয়ে বড় এবং স্থায়ী পশুর হাট গাবতলী ছাড়াও আসন্ন ঈদ-উল আযহায় এবার ২২টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রয়েছে ৯টি এবং দক্ষিণে (ডিএসসিসি) ১৩টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, দুই দফায় দরপত্র আহ্বান করেছি। প্রথম দফায় আটটা, দ্বিতীয় দফায় একটা চূড়ান্ত হয়েছে। বাকি চার হাটে কাক্সিক্ষত দরের অনেক কম পাওয়া গেছে। একই বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সাতটি হাটের ইজারাদার চূড়ান্ত হয়েছে।
×