ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পল্লী বিদ্যুতের ঠিকাদারের হামলায় গ্রাহক আহত

প্রকাশিত: ০০:৩১, ২৬ আগস্ট ২০১৭

পল্লী বিদ্যুতের ঠিকাদারের হামলায় গ্রাহক আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত উৎকোচের টাকা না দেয়ায় পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার কর্তৃক হামলা চালিয়ে এক গ্রাহককে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ ভালুøকশী গ্রামে। আহত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সেলিম রেজা ভালুকশী গ্রামের কাজী বাড়ীর পাশে জমির মাঝখানে খুঁটি পুততে গেলে ওই গ্রামের কাজী আব্দুল কুদ্দুসের পুত্র কাজী সেলিম সাব-ঠিকাদারকে বিদ্যুতের খুঁটিটি জমির মাঝখানে না পুতে দুই জমির মাঝে (আইল) পোতার জন্য বলেন। ওইসময় সাব-ঠিকাদার সেলিম রেজা দুই জমির মাঝে (আইল) খুঁটি পোতার জন্য দুই হাজার টাকা দাবী করেন। একপর্যায়ে সেলিম রেজাকে এক হাজার টাকা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে বাকী এক হাজার টাকা চাইতে গেলে কাজী সেলিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাগ্বিতন্ডার একপর্যায়ে সাব-ঠিকাদার সেলিম রেজার নেতৃত্বে শ্রমিকরা কাজী সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় কাজী সেলিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুতের সাবঠিকাদারসহ শ্রমিকদের অবরুদ্ধ করে রাখার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
×