ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ শ্রমিকদের কাছে সরকারের সাফল্য তুলে ধরুন ॥ আমিরাতে নাসিম

প্রকাশিত: ০৭:৪৬, ২৬ আগস্ট ২০১৭

সাধারণ শ্রমিকদের কাছে সরকারের সাফল্য তুলে ধরুন ॥ আমিরাতে নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারের সাফল্য সাধারণ শ্রমিকদের কাছে তুলে ধরার জন্য প্রবাসের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে সেখানকার বাঙালী কমিউনিটি ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে এবং বিরোধী দল বিএনপি এতে অংশ নেবে। তবে জনগণ জ্বালাও পোড়াও রাজনীতির ধারক ও বঙ্গবন্ধুর খুনীদের রক্ষাকারী বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের উন্নয়ন অব্যাহত রাখার পক্ষেই ভোট দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রবাসীরা দেশের অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখায় তাঁদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে দেশের কল্যাণে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সমর্থন জানাতে দেশের পরিবার ও স্বজনদের উৎসাহিত করার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বঙ্গবন্ধু পরিষদ আরব আমিরাত শাখার সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহসভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাসির তালুকদারসহ সেখানকার অন্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।
×