ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ত্রাণের নামে চাঁদা দাবি ॥ ছাত্রলীগ নামধারীদের তান্ডব

প্রকাশিত: ০৫:৩১, ২৫ আগস্ট ২০১৭

নওগাঁয় ত্রাণের নামে চাঁদা দাবি ॥ ছাত্রলীগ নামধারীদের তান্ডব

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ আগস্ট ॥ বুধবার রাত সোয়া ৯টার দিকে নওগাঁ শহরের ভবানীপুর মহল্লায় ত্রাণের নামে চাঁদা না পেয়ে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি এনজিওতে তান্ডব চালিয়েছে ছাত্রলীগ নামধারীরা। তারা রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তারা ওই এনজিওর সেডে থাকা ৭টি মোটরবাইক, ১টি সিএনজি, অফিসের দরজা-জানালার কাঁচ এবং সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভাংচুর করে। এতে অন্তত ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে মর্মে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তা-ব চালায় বলে বাদী মাসুদ রানা ও তার কর্মচারীরা জানিয়েছেন। জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে লিপটন, বাহাদুর, রাজু, মাসুদুর রহমান মুক্তার, সাজু, ওয়াসিম, মোঃ আরিফ ও হালিমসহ আরও অপরিচিত কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ডানা পার্কের ভেতর প্রবেশ করে প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আবারও আসবে বলে চলে যায়। ঘটনার জের ধরে বুধবার রাতে তারা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে হামলা ও তা-ব চালায়। এমনকি বৃহস্পতিবার থেকে অফিস খুললে তাদের সকলকে খুন/জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই এনজিওর নির্বাহী সম্পাদক এম মাসুদ রানা বাদী হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লিপটন, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাহাদুরসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
×