ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে ৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ আগস্ট ২০১৭

বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে ৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের বিদ্যুত ব্যবস্থার (পাওয়ার সিস্টেম) উন্নয়নে ৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৭২ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)। ঋণের অর্থ বিদ্যমান বিদ্যুত ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং দক্ষতা বাড়াতে ব্যয় করবে বাংলাদেশ। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিসই অনুষ্ঠান হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন। এ সময় ইআরডি ও বিশ্বব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ঋণের অর্থ ‘দ্য পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি এ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। বলা হয়, প্রকল্পটি বিদ্যুত বিভ্রাট কমানো এবং বিদ্যুত উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে। বিদ্যুত উৎপাদন ও কার্যক্রমের আধুনিকায়ন, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপনের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জিত হবে। বিদ্যুত উৎপাদনে তীব্র কার্বন নিঃসরণকারী জ্বালানির ব্যবহার হ্রাসের মাধ্যমে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনাও এ প্রকল্পের লক্ষ্য। এছাড়া প্রকল্পের আওতায় ৪০ কিলোমিটার বিদ্যুত সঞ্চালন লাইনের সংস্কারও করা হবে। অনুষ্ঠানে চিমিয়াও ফান বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গত ৫ বছরে বাংলাদেশ বিদ্যুত উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়িয়েছে। বর্তমানে দেশের জনসংখ্যার ৭৮ শতাংশ বিদ্যুত সুবিধার আওতায় রয়েছেন। বিদ্যুত ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মানসম্মত এবং নির্ভরযোগ্য বিদ্যুত সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি, প্রকল্পটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। অনুষ্ঠানে কাজী শফিকুল আযম বলেন, সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিত করার ব্যাপারে সরকারের অঙ্গীকার রয়েছে।
×