ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরখাস্তের বিরুদ্ধে রিভিউ আবেদন পেশ নওয়াজের

প্রকাশিত: ০৩:১২, ১৭ আগস্ট ২০১৭

বরখাস্তের বিরুদ্ধে রিভিউ আবেদন পেশ  নওয়াজের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করার যে রায় সে দেশের সুপ্রীমকোর্ট দিয়েছে তিনি তার বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করেছেন। নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্তের পর সুপ্রীমকোর্ট গত মাসের শেষদিকে তাকে বরখাস্তের আদেশ দেয়। পাকিস্তানের সত্তর বছরের ইতিহাসে তিনি পনেরতম প্রধানমন্ত্রী যিনি তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতাচ্যুত হন। গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের নাম প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া লন্ডনে শরীফ পরিবারের বিপুল বিত্ত-বৈভব ও শরীফ বংশের বিলাসবহুল জীবন যাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্তের দাবি আরও জোরদার হয় এবং শেষ পর্যন্ত সুপ্রীমকোর্টের চূড়ান্ত রায়ে তিনি ক্ষমতাচ্যুত হন। খবর এএফপি ও এক্সপ্রেস ট্রিবিউন। সুপ্রীমকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ১৯টি যুক্তি তুলে ধরার মাধ্যমে নওয়াজ শরীফের আইনজীবী প্যানেল সর্বোচ্চ আদালতের পূর্বের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য এক সুদীর্ঘ আবেদনপত্র দাখিল করে। রায় পুনর্বিবেচনার এই আবেদন পত্রে বলা হয় যে, ভাসা ভাসা কিছু ঘটনার ভুল ব্যাখ্যার মাধ্যমে এই রায় দেয়া হয়। গত মঙ্গলবার দিনের শেষ ভাগে সুপ্রীমকোর্টে পুনর্বিবেচনার আবেদনপত্রটি দাখিল করা হয়। এর আগে সুপ্রীমকোর্ট, নওয়াজ শরীফ, হাসান ও হোসেন নামে তার দুই ছেলে এবং কন্যা মরিয়মের বিরুদ্ধে দুর্নীতি মামলা রুজু করার জন্য সেদেশের দুর্নীতি দমন সংস্থা-ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দেয়। গত সপ্তাহে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার পক্ষে বিপুল জন সমর্থনের প্রকাশ ঘটানোর জন্য রাজধানী ইসলামাবাদ থেকে তার জন্মস্থান লাহোর পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন। এই মিছিলে নেতৃত্ব দেয়ার সময় বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তৃতাকালে নওয়াজ শরীফ সুপ্রীমকোর্টের রায়কে পুরো পাকিস্তানী জাতির জন্য অপমানজনক বলে সমালোচনা করেন। লাহোর হাইকোর্টের বিচারক মামুন রশিদ শেখ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে নোটিস ইস্যু করেছেন। তাদের এখন এই নোটিসের জবাব দিতে হবে। আজহার সিদ্দিক নামে একজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজনীতিবিদদের বিরুদ্ধে এই নোটিস জারি করা হয়। এ্যাডভোকেট আজহার সিদ্দিক আদালতে বলেন নওয়াজ, শাহবাজ ও রেলমন্ত্রী খাজা সাদ রফিকসহ বেশ কিছু পার্লামেন্ট সদস্য সুপ্রীমকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রƒপ ও কুৎসা রটনা করে এসেছেন। পানামা পেপার্স কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার আগে থেকেই তারা এটি করছেন। তিনি আরও উল্লেখ করেন, যৌথ তদন্ত দলের (জেআইটি) প্রতিবেদন জমা দেয়ার আগেই তারা ওই সব বিবৃতি দেন। সুপ্রীমকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তারা যে বিবৃৃতি দেন সেটি আদালত অবমাননার পর্যায়ে পড়ে। তারা এর মধ্য দিয়ে সংবিধানের ৬২ ও ৬৩ ধারা লঙ্ঘন করেছেন। তিনি বলেন, জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর চেয়ারম্যান ও স্পীকারদের বিষয়টি জানানো হয়েছিল কিন্তু তারা এতে সাড়া দেননি। বরং আদালতের আবেদন তারা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন। পিএমএল-এনের সদস্য হওয়ার সুবাদে তিনি জাতীয় পরিষদের স্পীকার হতে পেরেছেন। অসদ উদ্দেশ্য থেকেই তারা আদালতের আদেশ প্রত্যাখ্যান করেছেন। তিনি নওয়াজ, শাহবাজ, সাদ রফিক, আহমেদ সাইদ কিরমানি, পারভেজ রশিদ ও রানা সানাউল্লাহসহ ১৭ জনকে অযোগ্য ঘোষণা ও তাদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুরুর আবেদন জানান।
×