ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেউলিয়ার পথে সাউথ আফ্রিকান এয়ারলাইন্স

প্রকাশিত: ০৪:২২, ১৫ আগস্ট ২০১৭

দেউলিয়ার পথে সাউথ আফ্রিকান এয়ারলাইন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থ ফুরিয়ে যাওয়ায় খুব শীঘ্রই দেউলিয়া হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন্স সাউথ আফ্রিকান এয়ারওয়েজ। দেশটির পার্লামেন্ট থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়ার মতো অবস্থায় থাকবে না এয়ারলাইন্সটি। তবে দক্ষিণ আফ্রিকার সরকারের কাছ থেকে সাড়ে ৪ কোটি ইউরো প্রণোদনা পেলে অক্টোবরে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে এয়ারলাইন্সটি। মুরগির খাদ্যের দাম বাড়ায় ছোট খামারীরা পুঁজি হারাচ্ছেন মুরগির খাদ্যের দাম বাড়ায় পুঁজি হারিয়ে ব্যবসা বন্ধ করছেন ছোট ছোট খামারীরা। তাদের দাবি, কর ও আবগারি শুল্ক ব্যবস্থায় পরিবর্তন আনায় বেড়েছে দাম। যদিও নিম্নমুখী ডিমের বাজার। আর স্থিতিশীল আছে মুরগির মাংসের দামও। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ছোট ছোট উদ্যোক্তা নির্ভর খাতটিতে কম সুদে বিদেশী বিনিয়োগ আসায় টিকতে পারছে না ক্ষুদ্র খামারীরা। তাই সরকারের উচিত বিদেশী খামারীদের সঙ্গে অসম প্রতিযোগিতা দূর করতে পদক্ষেপ নেয়া। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের হিসাব বলছে, পাঁচ বছর আগেও ডিম ও মুরগির চাহিদার বড়ো একটা অংশ আসত ছোট ছোট খামার থেকে। কিন্তু বিদেশী বিনিয়োগ আসায় বন্ধ হয়েছে অসংখ্য খামার। দেশীয় খামারীরা ১৫ থেকে ১৮ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলেও বিদেশী কোম্পানিগুলো তা করছে মাত্র ২ থেকে ৩ শতাংশ সুদে। কৃষি অর্থনীতিবিদদের মতে, খাতটিতে দেশীয় যে বিনিয়োগ আছে তা রক্ষায় কৌশলী হতে হবে সরকারকে। -অর্থনৈতিক রিপোর্টার ভেজাল পণ্য ধরিয়ে দেবে এ্যাপস বাজারে ভেজালপণের ছড়াছড়ি। কোন্টি আসল আর কোন্টি নকল তা বোঝা দায়। এ অসুবিধা থেকে মুক্তি দেবে এ্যাপ। এ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রাখলে যে কোন মুহূর্তে পণ্যের মান যাচাইবাছাই করে নিতে পারবেন। আর পণ্য কিনে ধোঁকায় পড়তে হবে না আপনাকে। ভারতীয় বংশোদ্ভূত কয়েক গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত যে এ্যাপসটি তৈরি করেছেন তা তাৎক্ষণিকভাবে যে কোন খাঁটি এবং নকল পণ্য শনাক্ত করতে পারবে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস। বস্ত্র, চামড়াজাত দ্রব্য, ওষুধ, ইলেক্ট্রনিক্স পণ্য, খেলনা এবং জুতার মতো ৩০ লাখ আসল পণ্যের ইমেজ এবং ডাটা নিয়ে তৈরি এ্যাপটি নকলপণ্য নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। গবেষকরা এ্যাপসটির নাম দিয়েছে এন্ট্রফি। এটি এমন একটি এ্যাপ যা মোবাইলে বা ট্যাবে ইনস্টল করে রাখা যায়। -অর্থনৈতিক রিপোর্টার
×