ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় প্রান গেল আর্মড পুলিশের

প্রকাশিত: ০৭:৫৮, ১৪ আগস্ট ২০১৭

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় প্রান গেল আর্মড পুলিশের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে। এদিকে গুলিস্তানে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উত্তরায় ট্রেনের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (২৫) নামে এক আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য নিহত হয়েছেন। তিনি এপিবিএনের ৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এপিবিএনের ৫ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, রবিবার বেলা আড়াইটার দিকে উত্তরায় এপিবিএন সদর দফতরের পূর্বপাশের রেললাইন দিয়ে পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান মোবাইলে কথা বলতে বলতে পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ট্রেন ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে একইদিন সকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে প্রাইভেটকারের ধাক্কায় হরিদাস ঘোষ (৬০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
×