ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে লেনদেনে পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৪, ১১ আগস্ট ২০১৭

ভারতের পুঁজিবাজারে লেনদেনে পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে পারে দেশটির নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড। এতদিন শেয়ার কেনাবেচা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। এবার আধার কার্ডের তথ্য দেয়াও বাধ্যতামূলক হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো টাকার কারবারিদের রুখতে এ পদক্ষেপের কথা চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। খবরে বলা হচ্ছে, নতুন নিয়ম জারি হলে মিউচুয়াল ফান্ড বা শেয়ার কেনাবেচার জন্যও আধার নম্বর জানাতে হবে। দেশটির পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্তার বরাত দিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই আধার কার্ড বাধ্যতামূলক করবে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডে?র বদলে কেবলমাত্র আধার কার্ডই জরুরী হবে কি-না তা স্পষ্ট করে জানাননি তিনি। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে করদাতাদের ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করে দেশটির কেন্দ্রীয় সরকার। ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল মুদারাবা সাব-অর্ডিনেন্ট বন্ড অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে, বন্ডটি অরূপান্তরযোগ্য। বন্ডটি সাত বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। এটি পুঁজিবাজারে তালিকাভুক্তির যোগ্য নয়।
×