ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক লাখ টন চাল গম আমদানি প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৯, ১০ আগস্ট ২০১৭

এক লাখ টন চাল গম আমদানি প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুটি আলাদা প্রস্তাবে ৫০ হাজার টন করে মোট এক লাখ টন চাল ও গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১১টি ক্রয় প্রস্তাবসহ বেসরকারী খাতে ১০টি বিদ্যুতকেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব রয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য সরকারের ব্যয় হবে ১০৬ কোটি ৬৪ লাখ টাকা। গম সরবরাহ করবে সুইজারল্যান্ডভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স এ্যাস্টোন লিমিটেড। এছাড়াও আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করার অপর একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য সরকারের ব্যয় হবে ১৭৪ কোটি ৯ লাখ টাকা। সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স ওলাম লিমিটেড। মোস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ডিপিএ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০ হাজার টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৭৬ কোটি ২৫ লাখ টাকা। চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের আওতায় সরকারী অর্থায়নে ক্রয়করা ৪টি কন্টেইনার স্ক্যানার ও ১০টি রেডিয়েশন ডিটেকশন যন্ত্রপাতির পরিচালনা ও সংরক্ষণ সংক্রান্ত চুক্তির মেয়াদ ১ (এক) বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ৪২ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেসরকারী উদ্যোগে ডিজেল ও ফার্নেস ওয়েলভিত্তিক ১০টি বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। এসব বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে মোট ১ হাজার ৭৬৮ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে।
×