ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য ॥ বিএফইউজে

প্রকাশিত: ০৫:৫৮, ১০ আগস্ট ২০১৭

ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য ॥ বিএফইউজে

নবম ওয়েজবোর্ড সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যকে অনভিপ্রেত, অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে সাংবাদিক সমাজ। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক জরুরী সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অর্থমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সভায় সভাপতিত্ব করেন। খবর বাসসর। সভায় অর্থমন্ত্রীর বক্তৃতার প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিক সাহসী প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানানো হয় এবং অর্থমন্ত্রীর বিভ্রান্তিকর তথ্যের জবাব দেয়া এবং সাংবাদিক সমাজের অবস্থান তুলে ধরার জন্য শীঘ্রই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বাভাবিক প্রতিক্রিয়াকে স্বাগত জানানো হয়। সভায় আবারও নির্ধারিত সময়সীমা ১৫ আগস্টের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানানো হয়।
×