ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেনিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে কেনিয়াত্তা

প্রকাশিত: ০৫:০৭, ১০ আগস্ট ২০১৭

কেনিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে কেনিয়াত্তা

কেনিয়ার সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন উহুরু কেনিয়াত্তা এগিয়ে রয়েছেন। ফলে তিনি পুনরায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু বিরোধী জোট ‘কারচুপি’র অভিযোগ এনে নির্বাচনের এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে। খবর এএফপি। কেনিয়াত্তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গার অভিযোগের কারণে মঙ্গলবারের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে পূর্ব আফ্রিকার দেশটিতে ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেনিয়ায় ২০০৭ সালের সাধারণ নির্বাচনের পরও একই ধরনের কারচুপির অভিযোগ আনা হয়। ওই নির্বাচনেও ওদিঙ্গা পরাজিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতিগতভাবে বিভক্ত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কয়েকমাস ধরে ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতা চলে। এতে এক হাজার ১শ’ লোক প্রাণ হারায় এবং ছয় লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। বুধবার নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে কেনিয়াত্তা ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওদিঙ্গা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
×