ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মধু শিকারি’

প্রকাশিত: ০৪:৫৮, ১০ আগস্ট ২০১৭

বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মধু শিকারি’

স্টাফ রিপোর্টার ॥ ‘বিরুদ্ধের বাস্তবে প্রাণের মেলায়’ স্লোগানকে উপজীব্য করে আগামীকাল শুক্রবার বটতলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বেইলি রোডের মহিলা সমিতিতে ওই দিন দুপুর ৩টা থেকে রয়েছে বটতলার নানা আয়োজন। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাউন্সিল অধিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ। সব শেষে সন্ধ্যা ৭-৩০ মিনিটে বটতলার নতুন প্রযোজনা ‘মধু শিকারি’ নাটকের প্রদর্শনী হবে। ‘মধু শিকারি’ নাটকটির মূল রচনা কার্তিকা নায়ার। অনুবাদ করেছেন শামীম আজাদ। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূইঞা, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, মাহাবুব মাসুম, এমআই রনি, মুহাম্মদ সাইদ, অনিন্দিতা বিশ্বাস দোলা ও কাজী রোকসানা রুমা। সঙ্গীতে-বাকীরুল ইসলাম, রাখাল আবেদীন, হুমায়ন আজম রেওয়াজ, শাগুফতা আবিদ সারি ও কাজী শামস তাথৈ। ‘মধু শিকারি’ নাটকে সুন্দরবনের যে জায়গায় তিনটি নদী এসে মিলেছে, গল্পটি শুরু হয় সেখান থেকে। সুন্দরবনের ছোট্ট ছেলে শনু মধু খুব পছন্দ করে। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন একবার সাইক্লোনে তছনছ হয়ে যায়। ঝড় চলে গেলে আসে দুর্ভিক্ষ। ক্ষুধায় শনু এতই কাতর হয়ে পড়ে যে সে মৌচাক থেকে মধু নিয়ে নেয়, যদিও মধু তোলার মৌসুম আরও অনেক পরে। শনু তখনও বুঝতে পারেনি তার জন্য কত বড় বিপদ বয়ে আনতে পারে। বনের রাজা দক্ষিণ রায় এবং বনবিভাগ এতে ক্ষুব্ধ হয়। তারা শাস্তি দেয় শনুকে এবং এর কারণে শনুকে পোহাতে হয় অনেক কষ্ট। শেষ পর্যন্ত শনু তার প্রায়শ্চিত্ত করে।
×