ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৫৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা

প্রকাশিত: ০৫:২১, ৯ আগস্ট ২০১৭

সরকারী কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৫৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা

স্টাফ রিপোর্টার ॥ মানবসম্পদ উন্নয়ন প্রকল্পে প্রায় ৫৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান। অনুদানের অর্থ বাংলাদেশের ৩০ জন সরকারী তরুণ কর্মকর্তাদের জাপানে উচ্চশিক্ষার জন্য ব্যয় হবে। এসব কর্মকর্তা জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে জন প্রশাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, নগর পরিকল্পনা, পাবলিক ফিন্যান্স, ইনভেস্টমেন্ট পলিসি ইত্যাদি বিষয়ে মাস্টার্স/পিএইচডি করার সুযোগ পাবেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ এবং ‘অনুদান চুক্তি’ সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এসব চুক্তিতে সই করেন। জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ‘বিনিময় নোটে’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চীফ রিপ্রেজেনটেটিভ তাকাতোশি নিশিকাতা ‘অনুদান চুক্তিতে’ সই করেন। জানা গেছে, ‘দ্য প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ’ শীর্ষক প্রকল্পের তিন ও চার বছরমেয়াদী চক্র আলাদাভাবে ৩৪৫ ও ৪৪৫ মিলিয়ন জাপানী ইয়েন অনুদান সহায়তা প্রদান করবে।
×