ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের তদন্ত রিপোর্ট

টিয়ারশেলই সিদ্দিকুরের চোখে লেগেছে

প্রকাশিত: ০৫:৩৩, ৮ আগস্ট ২০১৭

টিয়ারশেলই সিদ্দিকুরের চোখে লেগেছে

স্টাফ রিপোর্টার ॥ টিয়ারশেলই (কাঁদানে গ্যাস) তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখে লেগেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশের তদন্ত কমিটি। এ ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পুলিশের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে জমা দেয়া হয়েছে। কমিটির প্রধান ও ডিএমপির যুগ্ম-কমিশনার (অপস) মীর রেজাউল আলম জানান, ডিএমপি কমিশনার দেশের বাইরে আছেন। তিনি এলে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ারশেলই (কাঁদানে গ্যাস) তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখে লেগেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশের তদন্ত কমিটি। এ ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ও উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদের পর তদন্তে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আলী বিশ্বাস, পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদসহ পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পাঁচ কনস্টেবলের আক্রমণাত্মক ভঙ্গি লক্ষ্য করা গেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ৯ আগস্ট ডিএমপি কমিশনার দেশে ফিরলেই এ বিষয়ে জানানো হবে। ডিএমপি কমিশনার ছাড়া বিস্তারিত জানা সম্ভব নয়। ডিএমপির তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেনÑ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফুল আলম। সূত্রগুলো জানায়, এছাড়া পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) নাবিদ কামাল শৈবালকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদন প্রস্তুতের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছে। উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা সেশনজট ও পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন দাবি নিয়ে পূর্বঘোষিত কর্মসূচীতে মাঠে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর প্রথমে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরবর্তী সময়ে সরকারী খরচে ভারতের চেন্নাই পাঠানো হয়। ঘটনার পরদিন শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই সাতটি সরকারী কলেজ হলোÑ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারী তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ। আহত সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন। গত শুক্রবার তার অপারেশন করা হয়। শনিবার তার চোখের ব্যান্ডেজ খুললে বাম চোখে কিছুটা আলো দেখতে পান তিনি। তবে তার দৃষ্টিশক্তি ফিরে আসেনি। তার দৃষ্টিশক্তি ফিরে আসা না আসার বিষয়ে আরও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন ভারতের চিকিৎসকরা।
×