ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০০, ৮ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে ডিএসইতে দিনটিতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। দিনটিতে শুধুমাত্র ব্যাংক খাতের ৪০.৫০ শতাংশ লেনদেন করেছে। এই দিনে অব্যাহতভাবে দর বাড়তে থাকা ‘জেড’ ক্যাটাগরির শেয়ার সবচেয়ে বেশি দর হারিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৬৮ কোটি ৩ লাখ টাকা বেশি। রবিবার এ বাজারে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, লেনদেনের প্রথম আধা ঘণ্টায় পুঁজিবাজারের সূচক বেড়েছিল ৪০ পয়েন্ট। ব্যাংক এবং অন্যান্য খাতের দর বৃদ্ধির কারণে সূচকের এই উর্ধগতি দেখা গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। তবে ব্যাংকের দর ও লেনদেন বৃদ্ধির কারণে সার্বিক সূচক কিছুটা বাড়ে। তবে অন্যান্য সূচকের পতন ঘটে। দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে মোট ২৯.০২ শতাংশ বাড়ে। শুধু ব্যাংকের লেনদেনই হয়েছে ৪২০ কোটি টাকা বা মোট লেনদেনের ৪০.৫০ শতাংশ। খাতটির দর বেড়েছে ১.৩ শতাংশ। দিনটিতে ব্র্র্যাক ব্যাংকের দর কমেছে ২.৫০ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের দর হারিয়েছে ০ দশমিক ৭০ শতাংশ। রূপালী ব্যাংকের দর বেড়েছে ৯.৯০ শতাংশ ও ব্যাংক এশিয়ার দর বেড়েছে ৫ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আইএফআইসি, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফু-ওয়াং ফুড ও সি এ্যান্ড এ টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রূপালী ব্যাংক, বিবিএস কেবল, উত্তরা ফিন্যান্স, নর্দার্ন জুট, সামিট পোর্ট এ্যালায়েন্স, ব্যাংক এশিয়া, ইস্টার্ন কেবল, পিপলস ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্টাফলার ও নুরানী ডাইং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ইমাম বাটন, আইএসএন, বিডি ওয়েল্ডিং, আজিজ পাইপস, দুলামিয়া কটন, মেঘনা পেট, ওয়েস্টার্ন মেরিন, বিচ হ্যাচারী, ঝিল বাংলা সুগার ও সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- আইএফআইসি, বিবিএস কেবল, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ফু-ওয়াং ফুড, এমবিএল মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, সাইফ পাওয়ার টেক, বিএসআরএম লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক।
×