ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ার আলোচনার প্রস্তাব উ. কোরিয়ার প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৩:৪০, ৮ আগস্ট ২০১৭

দ. কোরিয়ার আলোচনার প্রস্তাব উ. কোরিয়ার প্রত্যাখ্যান

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাবকে ‘আন্তরিক নয়’ আখ্যায়িত করে তা প্রত্যাখান করেছে। ফিলিপিন্সে একটি আঞ্চলিক ফোরামে বৈঠকের এক ফাঁকে রবিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কাইয়ং-ওয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়াং হোকে এই প্রস্তাব দেন। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পিয়ংইয়ংয়ের বিতর্কিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে কোন ধরনের আলোচনা হতে পারে না। উত্তর কোরিয়া বিতর্কিত পারমাণবিক কর্মসূচীর জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে রয়েছে। এদিকে শনিবার জাতিসংঘের নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞাকেও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। খবর বিবিসি ও এএফপির। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ সংস্থা জানায়, জাতিসংঘের নতুন এই নিষেধাজ্ঞা আমাদের দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এর পাল্টা প্রতিশোধও নেয়া হবে। নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উপদ্বীপটিতে উত্তেজনা বৃদ্ধি করেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানায়, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের আসিয়ান কর্মকর্তাদের একটি সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক নৈশভোজের বৈঠকে মিসেস ক্যাং ও মিস্টার রি করমর্দন করেন। দক্ষিণ কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে ওই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহ্যাপ জানায়, মিসেস ক্যাং বলেছেন, মিস্টার রি’র আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি নতুন নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত। ক্যাং বলেন, ‘আমি তাকে বলেছি যে, আলোচনার জন্য প্রস্তাব দুটি অত্যন্ত জরুরী বিষয়, যেটি কোন রাজনৈতিক কর্মসূচীকে পাশে সরিয়ে রেখে হলেও জরুরীভিত্তিতে করতে হবে এবং সক্রিয়ভাবে আপনি আপনার সিদ্ধান্ত দিন।’ পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমার ধারণা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ইতিবাচক প্রস্তাবসমূহ পুরোপুরি প্রত্যাখ্যান করেনি।’ কেসিএনএ সোমবার জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচী চালিয়ে যাবে এবং আমাদের আত্মরক্ষামূলক পরমাণু কর্মসূচীর বিষয় নিয়ে আলোচনার টেবিলে বসা হবে না।’
×