ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসামিকে ভয়ভীতি প্রদর্শন না করতে কঠোর নির্দেশ দুদক চেয়ারম্যানের

প্রকাশিত: ০৭:৪৬, ৭ আগস্ট ২০১৭

আসামিকে ভয়ভীতি প্রদর্শন না করতে কঠোর নির্দেশ দুদক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার ॥ আসামিকে কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন না করে, মামলায় অপ্রাসঙ্গিক তথ্য প্রদান না করে ও নির্ধারিত সময়ে অনুসন্ধান বা তদন্ত কার্য সম্পাদন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে ফৌজদারি দায় সুনির্দিষ্ট করে তদন্ত প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে শতভাগ সাজা কার্যকরে কাজ করার জন্য আহ্বান তিনি। অন্যথায় কোন কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। রবিবার দুর্নীতি দমন কমিশনের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের উপপরিচালক, পরিচালক ও মহাপরিচালক পদমর্যাদার সকল কর্মকর্তার সঙ্গে করা জরুরী সভায় তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, প্রতিটি দুর্নীতির অভিযোগ তদন্তে কাগজপত্র পর্যবেক্ষণ, সঠিকভাবে অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শ করতে হবে। এছাড়া তদন্ত প্রতিবেদনে স্কেচ ম্যাপ সংযোজন, যথাসময়ে কেস ডায়রি লিখন, প্রাসঙ্গিক তথ্য সংযোজন করে সঠিকভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হলে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কমিশনের শতভাগ মামলার সাজা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, কমিশনের মামলা দালিলিক প্রমাণাদি নির্ভর। কোন মামলাই অনুমান নির্ভর কিংবা ধারণাভিত্তিক নয়। গণশুনানি প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, প্রতিটি গণশুনানির পর পরই যাতে দ্রুত ব্যবস্থা নেয়ার সেজন্য শাস্তিমূলক বিষয় সম্বলিত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে। নাগরিকদের সমস্যা জানতে ফলো-আপ গণশুনানি করা হবে। গণশুনানিতে কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, গণশুনানির অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, এমনকি সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিশনের একজন পরিচালককে প্রতিটি গণশুনানির সিনসিস করে তাৎক্ষণিকভাবে কমিশনে উপস্থাপনের নির্দেশ দেন।
×